ছুরির আঘাতে মৃত্যু কলেজ ছাত্রীর, সঙ্কটে সঙ্গী যুবক

গলার নলিকাটা অবস্থায় মাটিতে পড়ে এক যুবক এবং এক তরুণীকে ছটফট করতে দেখে হতভম্ব হয়ে যান লোকজন। পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এলে দু’জনকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান ওই তরুণী। যুবকের অবস্থা সঙ্কটজনক। সোমবার দুপুরে তারকেশ্বরের রেল ইয়ার্ডের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০১:১২
Share:

গলার নলিকাটা অবস্থায় মাটিতে পড়ে এক যুবক এবং এক তরুণীকে ছটফট করতে দেখে হতভম্ব হয়ে যান লোকজন। পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এলে দু’জনকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান ওই তরুণী। যুবকের অবস্থা সঙ্কটজনক। সোমবার দুপুরে তারকেশ্বরের রেল ইয়ার্ডের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অবস্থার অবনতি হওয়ায় যুবককে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁকে স্থানান্তরিত করার সময় তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখায় জনতা। হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, ‘‘প্রেমঘটিত কারণে ওই যুবক ও তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। তবে তদন্ত চলছে।’’ পুলিশ জানিয়েছে, মৃতার ন‌াম টিয়া বেরা (২১)। তাঁর বাড়ি ধনেখালির রাধান‌গর গ্রামে। জখম সৌরভ কোলে সিঙ্গুরের বাগডাঙার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, টিয়া তারকেশ্বর ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর সঙ্গে সৌরভের সম্পর্ক ছিল। এ দিন দুপুরে তাঁরা দু’জনে তারকেশ্বর রেল ইয়ার্ডে যান। কোনও কিছু নিয়ে তাঁদের কথা কাটাকাটি হয়। তার পরেই ওই ঘটনা। বেলা সাড়ে ৩টে নাগাদ রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে লোকজন ছুটে আসেন। পুলিশের অনুমান, সৌরভের সঙ্গে ছুরি ছিল। সঙ্গীর গলায় ছুরি চালিয়ে তিনিও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement