নবগ্রাম হিরালাল পাল কলেজ

ছাত্র সংসদ-পরিচালন সমিতির দ্বন্দ্বে কলেজে বন্ধ মাল্টিজিম

ছাত্র সংসদের সঙ্গে কলেজ পরিচালন সমিতির একাংশের বিরোধ। তার জেরে চালু করা যাচ্ছে না কলেজের মাল্টিজিম। মাস চারেক ধরে তা তালাবন্ধ অবস্থায় পড়ে। ঘটনাটি হুগলির কোন্নগরের নবগ্রাম হিরা‌লাল পাল কলেজের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোন্নগর শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০০:৩৬
Share:

ছাত্র সংসদের সঙ্গে কলেজ পরিচালন সমিতির একাংশের বিরোধ। তার জেরে চালু করা যাচ্ছে না কলেজের মাল্টিজিম। মাস চারেক ধরে তা তালাবন্ধ অবস্থায় পড়ে। ঘটনাটি হুগলির কোন্নগরের নবগ্রাম হিরা‌লাল পাল কলেজের।

Advertisement

ছাত্র সংসদের পক্ষ থেকে পরিচালন সমিতির সভাপতি তথা শাসক দলেরই স্থানীয় নেতা অপূর্ব মজুমদারের বিরুদ্ধে শি‌ক্ষামন্ত্রীর কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অবশ্য ছাত্রনেতাদের একাংশের উপরেই দায় চাপিয়েছেন। আর অপূর্ববাবুর বক্তব্য, ‘‘কলেজে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই! মাল্টিজিম কেন চালু হচ্ছে না তা অধ্যক্ষই বলতে পারবেন। আমাকে কেন দায়ী করা হচ্ছে বুঝতে পারছি না’’

কলেজ সূত্রে খবর, রাজ্য যুবকল্যাণ দফতর কয়েক লক্ষ টাকার মাল্টিজিমের সরঞ্জাম দিয়েছে কলেজকে। গত সেপ্টেম্বর মাসে সেটির উদ্বোধন হয়। ছাত্র সংসদের অভিযোগ, কী কী সরঞ্জাম এসেছে, ছাত্রছাত্রীদের তা দেখানো হয়নি। কলেজ কর্তৃপক্ষ চাইছেন, আগে পড়ুয়াদের ভর্তি করে সেটি চালু করতে। কিন্তু তাতে তেমন সাড়া মে‌লেনি। মাস কয়েক আগে বিধায়ক প্রবীর ঘোষালের উপস্থিতিতে সব পক্ষকে নিয়ে বৈঠক হলেও সমস্যা মেটেনি। মঙ্গলবার এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বিধায়ক বলেন, ‘‘মাল্টিজিম এখনও চালু না হওয়াটা দুর্ভাগ্যজনক। কেন চালু হল না, খোঁজ নিয়ে দেখছি।’’

Advertisement

অধ্যক্ষ শ্রীকান্ত সামন্তর দাবি, ‘‘জিমে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ছাত্র সংসদের কথামতো ভর্তির টাকাও কমানো হয়। কিন্তু ভর্তির ব্যাপারে ছাত্রদের তরফেই উদ্যোগ নেই। ফলে প্রশিক্ষকও নিয়োগ করা যাচ্ছে না।’’

ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দীপক বাকুলি বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষ হয়তো জিম চালানোর দায়িত্ব নিতে চাইছেন না। সেই জন্য অজুহাত খাড়া করছেন‌। উদ্বোধনের সময় থেকেই ছাত্রদের বিষয়টি নিয়ে অন্ধকারে রাখা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন