‘বাবু পাঁচ টাকা দিন’, মদ খেয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন কনস্টেবল!

গায়ে খাকি উর্দি। কাঁধে ‘শোল্ডার ব্যাজ’—ডব্লুবিপি!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০১:২৩
Share:

মত্ত: অভিযুক্ত কনস্টেবল

গায়ে খাকি উর্দি। কাঁধে ‘শোল্ডার ব্যাজ’—ডব্লুবিপি!

Advertisement

তিনি ঘুরতে-ফিরতে সটান হাত বাড়িয়ে বলছেন— ‘‘বাবু পাঁচ টাকা দিন’’!

দিনকয়েক ধরে এ ভাবেই আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড সংলগ্ন গলি, ব্লকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাতছেন আরামবাগ থানার কনস্টেবল শ্যামল সিংহ। বুধবারেও ওই কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

এ কী পুলিশের নতুন কায়দায় ‘তোলা’ আদায়!— শুরু হয়েছিল গুঞ্জন। কেউ কেউ বহুরূপী ভেবে তাঁকে টাকা দিচ্ছিলেন। ‘তোলা’র কথা কানে যেতেই শ্যামলবাবুর তিরিক্ষি মেজাজ, ‘‘আমি কি তোলা আদায় করছি? ভিক্ষা চাইছি তো!’’ ‘ভিক্ষা’ না পেলে চটেও যাচ্ছিলেন। কিন্তু পুলিশের উর্দি গায়ে ‘ভিক্ষা’ কেন?

মুখ খুলতেই মদের গন্ধ। শ্যামলবাবু বলেন, ‘‘মালদহে বাড়ি। এখন আরামবাগে পাঠানো হয়েছে। মদ খাই বলে আমার বেতন আটকে দেওয়া হয়েছে। তাই ভিক্ষা চাইছি।’’ শ্যামবাবুর বেতন আটকে য়াওয়ার কথা জানা নেই বলে দাবি করেছেন আরামবাগের আইসি শান্তনু মিত্র। তিনি বলেন, “কনস্টেবলের বেতন আটকে দেওয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।” এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, উর্দি গায়ে কর্তব্যে অবহেলার জন্য ওই কনস্টেবলকে ‘ক্লোজ’ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement