প্রতীকী ছবি
রিষড়া এবং শ্রীরামপুরে করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হল।
জেলা প্রশাসন সূত্রের খবর, ভিন্ন ভিন্ন দফতরের কাজে অভিজ্ঞ পাঁচ অফিসারকে নিয়ে ওই টাস্ক ফোর্স গঠন করেছেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। ওই অফিসাররাই এখন ওই দুই এলাকার করোনা মোকাবিলার কাজে রাশ ধরবেন।
শুক্রবার শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী ওই টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে কর্মপন্থা ঠিক করতে একটি বৈঠক করেন।
মহকুমাশাসক বলেন, ‘‘টাস্ক ফোর্সের সদস্যেরা করোনা মোকাবিলার কাজে সার্বিক ভাবে নজরদারি চালাবেন ওইসব এলাকায়। কোনও ক্ষেত্রে বাড়তি কিছু করার প্রয়োজন হলে তাঁরা পরামর্শ দেবেন।’’
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে দুই শহরের সংক্রমিত এলাকা আগেই ‘সিল’ করা হয়েছে। ওই সব এলাকার বাসিন্দাদের যাতে বাইরে বের হতে না হয়, সে জন্য তাঁদের বাড়ির দরজায় আনাজ, মাছ-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। এর পরেও ক’দিন আগে রিষড়ার ছাই রোডের এক বাসিন্দা এবং শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলের এক শ্রমিকের করোনা উপসর্গ ধরা পড়ে। তাতেই আতঙ্ক আরও ছড়ায়।