স্কুলের ভোটে সিপিএমকে ‘ওয়াকওভার’ তৃণমূলের

এ যেন উলটপুরাণ! শাসক দলই ‘ওয়াকওভার’ দিল বিরোধীদের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিরোধীরা। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির একটি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০১:৪৪
Share:

এ যেন উলটপুরাণ!

Advertisement

শাসক দলই ‘ওয়াকওভার’ দিল বিরোধীদের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিরোধীরা। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির একটি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে।

নির্বাচনে না লড়ার এমন ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে তৃণমূলের অন্দরে। প্রশাসন সূত্রে খবর, শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ নামে স্কুলটি বেসরকারি উদ্যোগে চলে। তবে, এখান থেকে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সরকারি অনুমোদন রয়েছে। রবিবার বিদ্যালয়ে ভোট ছিল। গত ৮ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার দিন। তৃণমূল শিবিরের খবর, ডানকুনি শহর তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ভোটে তাঁরা লড়বেন না। দলের একাংশ এর প্রতিবাদ করলেও কাজ হয়নি। এই অবস্থায় দলের মাত্র একজন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু পরে তা প্রত্যাহার করেন।

Advertisement

সিপিএম প্রার্থীরা ৬টি আসনের সবকটিতেই মনোনয়ন জমা দেন। একটি আসনে নির্দল হিসেবে এক জন মনোনয়ন দাখিল করেন। ফলে, পাঁচটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জিতে যায়। রবিবার একটিমাত্র আসনে ভোট হয়। জিতে ক্ষমতা ধরে রাখল সিপিএম। সিপিএম নেতা আজিম আলি বলেন, ‘‘ওই স্কুল পরিচালনায় সাফল্যের কারণে আমাদের জয় নিশ্চিত ছিল। তৃণমূল সেটা জানতে পেরেই পরাজয়ের মালা গলায় পরতে চায়নি।’’

ডানকুনি শহর তৃণমূল সভাপতি শিবপ্রসাদ দাশগুপ্তর দাবি, ‘‘ওটা প্রাইভেট স্কুল। সে জন্যই দলের স্থানীয় নেতৃত্বের তরফে আলোচনা করে ভোটে না লড়ার সিদ্ধান্ত হয়।’’ কিন্তু শাসক দল হয়েও এমন সিদ্ধান্তে কি কর্মীদের মনোবলে চিড় ধরবে না? এর কোনও জবাব মে‌লেনি ওই নেতার কাছে। তবে শহর সভাপতি যাই বলুন, গোটা বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের অনেকেই ক্ষুব্ধ।

স্থানীয় এক নেতা জানান, যা ঘটল তাতে তাঁরা হতাশ। এ ভাবে সিপিএমের হাতে নিজেদের সঁপে দিলেন দলেরই কিছু নেতা। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই স্কুলে ভোটে লড়ার প্রস্তুতি চলছি‌ল। জেতার ব্যাপারে কর্মীরা আশাবাদী ছিলেন। কিন্তু আমাদের দলের কারা অন্যদের সঙ্গে আঁতাত করে দলের ভাবমূর্তি নষ্ট করলেন, সেটা দেখতে হবে।’’ সোমবার দলের কোর কমিটির বৈঠকে বিষয়টি তোলা হবে বলে তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement