সিঙ্গুরে সিপিএম-র মিছিল

সিপিএম প্রার্থী রবীন দেব এবং হরিপালের প্রার্থী যোগীয়ানন্দ মিশ্রের সমর্থনে রবিবার মহামিছিলের আয়োজন করা হয়েছিল সিঙ্গুরে।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০১:৪৮
Share:

ছবি: দীপঙ্কর দে।

সিপিএম প্রার্থী রবীন দেব এবং হরিপালের প্রার্থী যোগীয়ানন্দ মিশ্রের সমর্থনে রবিবার মহামিছিলের আয়োজন করা হয়েছিল সিঙ্গুরে। ছিলেন বিমান বসু, শিল্পী বাদশা মৈত্র, বিপ্লব চট্টোপাধ্যায়, নরেন দে এবং চাঁপদানি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান, কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। সূর্যের তেজ কিছুটা কমলে বিকেল ৫টা নাগাদ মল্লিকপুর সেতুর নীচ থেকে মিছিল শুরু হয়। সিঙ্গুরের বিভিন্ন রাস্তা ঘুরে কামারকুণ্ডু রেল গেটের কাছে শেষ হয়। নাম না করে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে কটাক্ষ করে বিমানবাবু বলেন,‘‘দলীয় নিয়মনীতি সম্বন্ধে কোনও জ্ঞান নেই। নির্বাচন বিধি সম্বন্ধেও যিনি কিছুই জানেন না তিনি আবার দলের জেলা সভাপতি। মাছ ও দুধ খেয়ে মোটা গোঁফ বানিয়ে গোঁফু হয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন