price hike

দাম বাড়ছে, সঙ্গে বেড়ে চলেছে ভিড়ও

জেলাশাসক মুক্তা আর্য বলেন, ‘‘কালোবাজারি কড়া হাতে রোখা হবে। বেআইনি মজুতও বরদাস্ত করা হবে না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

উলুবেড়িয়া শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ০৭:৩৭
Share:

অসচেতন: বাজার উপচে পড়ল ভিড়ে। উলুবেড়িয়ায় নিমদিঘিতে। —নিজস্ব চিত্র

দাম বাড়ছে বাজার-দোকানে। বাড়ছে ভিড়ও। পুলিশ প্রশাসন চেষ্টা করলেও গ্রামীণ হাওড়ার বিভিন্ন বাজারে আনাজ, মাছ-মাংস বা মুদিখানার সামগ্রীর দাম কমার লক্ষণ নেই।

Advertisement

বৃহস্পতিবার এখানে মুসুর ডাল বিকিয়েছে কেজিপ্রতি ১৪০ টাকায়, মুগ ডাল ১৪০ টাকায়। চারাপোনা ২০০ টাকা কেজি, রুই-কাতলা ২০০ টাকা, মুরগির মাংসও বিকিয়েছে ১৬০-২০০ টাকা কেজি দরে।এ ভাবে চললে শীঘ্রই বাজারে জোগান কমবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

তাঁদের দাবি, যানবাহন বন্ধ থাকায় জিনিসপত্র কম আসছে। অবশ্য কোথাও কোথাও কালোবাজারির অভিযোগও উঠছে। এ দিনও কালোবাজারি রুখতে বিভিন্ন এলাকায় হাজির হন জেলা প্রশাসনের কর্তারা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জোগান কমার আশঙ্কা অমূলক। জিনিসের কোনও ঘাটতি নেই। ফলে, জিনিস জমিয়ে রাখা বা জিনিসের দাম বাড়িয়ে বিক্রি করলেই ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

জেলাশাসক মুক্তা আর্য বলেন, ‘‘কালোবাজারি কড়া হাতে রোখা হবে। বেআইনি মজুতও বরদাস্ত করা হবে না।’’

সকাল হতেই বাজারগুলিতে ভিড় উপচে পড়ছে। অনেকে বেশ কয়েক দিনের জন্য জিনিস কেনার ভিড় করছেন। তবে, অনেক দোকানদারই এ দিন তা দিতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন