Bandhan Bank

বন্ধন ব্যাঙ্কের রিষড়া শাখায় বেশ কিছু গ্রাহকের আকাউন্টে ‘ভুতুড়ে’ টাকা নিয়ে চাঞ্চল্য!

প্রশ্ন করলে, কোথা থেকে এই টাকা এলো বা আবার কেনই বা কেটে নেওয়া হল, তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন গ্রাহকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৮:২৬
Share:

গ্রাহকরা দুর্বব্যহারের অভিযোগ এনেছেন রিষড়ার বন্ধন ব্যাঙ্ক শাখার বিরুদ্ধে।

হাজার হাজার টাকা ঢোকার পরে কেটেও নেওয়া হয় সেই টাকা। কোথা থেকে সেই টাকা এলো, কেনই বা কেটে নেওয়া হল তা জানতে গিয়ে হয়রান গ্রাহকরা দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন রিষড়ার বন্ধন ব্যাঙ্ক শাখার বিরুদ্ধে। এ দিকে তাঁদের সঙ্গে কোনও দুর্ব্যবহার হয়নি বলে দাবি করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা অভিযোগ, গ্রাহকরাই ব্যাঙ্কে ঢুকে ঝামেলা পাকান, খাতাপত্র ছিঁড়ে দেন, চেয়ার টেবিল উল্টে দেন।

কয়েক দিন ধরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢোকে বলে জানা যাচ্ছে। এ দিন বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা অভিযোগ করেন, তাঁদের কারও অ্যাকাউন্টে ২০ হাজার, আবার কারও অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা ঢোকে। আবার সেই টাকা কেটেও নেওয়া হয়। সোমবার ব্যাঙ্কে গিয়ে প্রশ্ন করলে, কোথা থেকে এই টাকা এলো বা আবার কেনই বা কেটে নেওয়া হল, তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন গ্রাহকরা।

ওই ব্যাঙ্কের গ্রাহক অসীমা দাস জানান, অনেক সময় সরকারি অনুদানের টাকা অ্যাকাউন্টে ঢোকে। পাশ বই আপডেট করালে তা বোঝা যায়। তিনি বলেন, “মোবাইল মেসেজ দেখে বুঝতে পারি যে টাকা ঢুকেছে,আবার কেটেও নেওয়া হয়েছে।” কেউ যদি ভুল করে টাকা দিয়ে থাকেন, তা হলে তাঁকে টাকা ফিরিয়ে দিতেন বলেও জানান গ্রাহকরা। ব্যাঙ্কের আধিকারিক স্বরাজবন্ধু দাস জানিয়েছেন, দু'এক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, কোথা থেকে এই টাকা এসেছিল।

Advertisement

আরও পড়ুন: করোনার বছরে যেন আরও বেশি করে পরিযায়ীর দল এসেছে ব্যান্ডেলে

আরও পড়ুন: ‘ভুল বুঝিয়ে’ সভায়, ক্ষোভের মুখে তৃণমূল

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement