বস্তায় দেহ। নিজস্ব চিত্র।
হাওড়ার গোলাবাড়ির চালপট্টি ঘাটে বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। খুন করে দেহটি বস্তায় ভরে গঙ্গায় ফেলা হয়েছে বলে অনুমান পুলিশের। ভাসতে ভাসতে সেটি গোলাবাড়ি ঘাটে এসে ঠেকেছিল। মৃতের পরিচয় জানা যায়নি। তবে মধ্যবয়স্ক ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত ভুতনাথ পান্ডা প্রথমে বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। তিনি বলেছেন, ‘‘ভোর থেকেই দেহটি এখানে পড়েছিল। হলুদ বস্তায় মোড়া ছিল দেহ।’’ পরে খবর পেয়ে পুলিশ আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে। ইতিমধ্যে বিভিন্ন থানায় মৃত ব্যক্তির ছবি পাঠানো হয়েছে। ছবি দেখে জানার চেষ্টা করা হচ্ছে কেউ নিখোঁজ রয়েছে কি না। পুলিশের অনুমান দু-একদিনের মধ্যেই ওই ব্যাক্তিকে খুন করা হয়েছে।