কোথায় কী

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় আরামবাগের রবীন্দ্রভবনে স্থানীয় হিন্দোল সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠান হয়ে গেল। সংস্থার ছাত্রছাত্রীরা নাচ-গান-নাটক ইত্যাদি পরিবেশন করে। সূচনায় অতিথিদের হাতে রাখি বেঁধে দেওয়া হয়। ৩০ বছর ধরে সংস্থাটি ওই দিনেই বাত্‌সরিক অনুষ্ঠান করে আসছে।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০১:২১
Share:

রবীন্দ্রজয়ন্তী

Advertisement

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় আরামবাগের রবীন্দ্রভবনে স্থানীয় হিন্দোল সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠান হয়ে গেল। সংস্থার ছাত্রছাত্রীরা নাচ-গান-নাটক ইত্যাদি পরিবেশন করে। সূচনায় অতিথিদের হাতে রাখি বেঁধে দেওয়া হয়। ৩০ বছর ধরে সংস্থাটি ওই দিনেই বাত্‌সরিক অনুষ্ঠান করে আসছে।

Advertisement

যুব সম্মেলন

শ্রীরামকৃষ্ণের ১৮০ তম উৎসব উপলক্ষে বীরশিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দিরে যুব সন্মেলন হয়ে গেল গত রবিবার। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনিস্টিউট অফ কালচারের মহারাজ স্বামী তত্ত্বাতিতানন্দ। শ্যামপুকুর বাটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহারাজ স্বামী দিবব্রতানন্দ। অনুষ্ঠানে ভক্তি সংগীত, পালাকীর্তন গান পরিবেশিত হয়। গত ৪ঠা এপ্রিল উৎসব শুরু হয়েছিল। রবিবার তার সমাপ্তি ঘটে।

জন্মশতবর্ষ

আমতার তাজপুর শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অব কালচার-এর আয়োজনে স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য তথা সমাজসেবী প্রসাদ চক্রবর্তী জন্মশতবর্ষ উদযাপনের শেষ পর্বের অনুষ্ঠান পালিত হল তাজপুরের প্রসাদ তীর্থ সভাঘরে।

কবি রজনীকান্ত সেনের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান। আগামীকাল, রবিবার সন্ধ্যায় চন্দননগর রবীন্দ্রভবনে। উদ্যোক্তা ‘অবশেষে’।

পাঁচ দিন ব্যাপী জেলা স্তরে মৎস্যচাষ প্রশিক্ষণ শুরু রবিবার। চুঁচুড়ার মিন ভবনে। পুকুরে মাছের চারা ছাড়বেন আধিকারিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement