হাওড়ায় ফের ‘জলসঙ্কট’

বেলগাছিয়া ভাগাড়ের পাইপলাইনে সোমবার দুপুর থেকে জরুরি মেরামতির জন্য জলসঙ্কটে ভুগছিল হাওড়া। মঙ্গলবার উত্তর হাওড়া ছাড়া বাকি অংশে সরবরাহ চালু হয়। আশ্বাস দেওয়া হয়েছিল, বুধবার সকাল থেকে উত্তর হাওড়ায় সরবরাহ স্বাভাবিক হবে। তা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০০:০১
Share:

বেলগাছিয়া ভাগাড়ের পাইপলাইনে সোমবার দুপুর থেকে জরুরি মেরামতির জন্য জলসঙ্কটে ভুগছিল হাওড়া। মঙ্গলবার উত্তর হাওড়া ছাড়া বাকি অংশে সরবরাহ চালু হয়। আশ্বাস দেওয়া হয়েছিল, বুধবার সকাল থেকে উত্তর হাওড়ায় সরবরাহ স্বাভাবিক হবে। তা হয়নি। উপরন্তু সন্ধ্যায় কদমতলার কাছে নিকাশির কাজ চলাকালীন পদ্মপুকুর জলপ্রকল্পের পাইপ ফেটে ফের গোটা হাওড়ায় জলসঙ্কটের আশঙ্কা দেখা দিল। যদিও পুরসভা জানিয়েছে, এর জেরে বড় সমস্যা হবে না। আজ, বৃহস্পতিবার সরবরাহ স্বাভাবিক থাকবে।

Advertisement

হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী বলেন, ‘‘কদমতলায় কাজের সময়ে হাওড়া উন্নয়ন সংস্থা একটি ১৮ ইঞ্চি পাইপ ফাটিয়ে ফেলে। এর জন্য বড় কোনও গোলমাল হবে না। তবে উত্তর হাওড়ায় যে সমস্যা হয়েছে, তা রাতের মধ্যেই সামাল দেওয়ার চেষ্টা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement