সিলিন্ডার লিক করে ফ্ল্যাটে আগুন বেলুড়ে

শনিবার দুপুরে বেলুড়ের একটি আবাসনের ওই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০০:৪৩
Share:

গ্যাস লিক করে আগুন লেগেছিল রান্নাঘরে। সেখান থেকে তা ছড়িয়ে পরে ফ্ল্যাটের বাকি অংশে।

Advertisement

শনিবার দুপুরে বেলুড়ের একটি আবাসনের ওই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বেলুড়ের সুতোকল এলাকায় রয়েছে ওই আবাসন। সেখানেই ‘জে’ ব্লকের তেরোতলা আবাসনের তিনতলায় দিলীপ আগরওয়াল নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে আগুন লাগে। এ দিন দুপুর ২টো নাগাদ দিলীপবাবুর স্ত্রী রান্না করছিলেন। সেই সময়ে আচমকাই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে। আর তা থেকেই আগুন ধরে যায়। গৃহকর্ত্রীর চিৎকারে প্রতিবেশী যুবক অলোক গোয়েল ছুটে এসে সিলিন্ডারটি বন্ধ করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘‘আমি সিলিন্ডারের মুখ বন্ধ করলেও তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। কোনও মতে বৌদি ও বাচ্চাটিকে নীচে নামিয়ে আনি।’’ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। জানলা দিয়ে আগুনের শিখা বাইরে চলে আসে। কালো ধোঁয়ায় চার দিক ভরে গেলে আতঙ্কে আবাসনের বাসিন্দারা সকলে নীচে নেমে আসেন।

Advertisement

অলোক জানান, তাঁর কাছ থেকে খবর পেয়ে আবাসনের নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর সিলিন্ডার নিয়ে এসে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করেন। এর মধ্যে খবর পেয়ে দমকলও ঘটনাস্থলে চলে আসে। বড় মই না আনায় প্রথমে বেগ পেতে হয় দমকলকর্মীদের। এর পরে মইয়ের ব্যবস্থা করে তাতে উঠে জল দেওয়ার কাজ করা হয়। বাসিন্দারা জানান, আগুন অন্যান্য ফ্ল্যাটে ছড়াতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন