Howrah

দলের বিরুদ্ধে ক্ষোভ হাওড়ার প্রাক্তন মেয়র রথীনের

শুভেন্দু অধিকারীর দলত্যাগ এবং বিজেপি-তে যোগদান প্রসঙ্গে তিনি ববেন, ‘‘এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা বলে দেখা ঠিক নয়। নির্বাচনে এর প্রভাব পড়বে। দল থেকে চলে যাওয়াটা বড় বিপর্যয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ২৩:১৯
Share:

রখীন চক্রবর্তী— নিজস্ব চিত্র।

এবার বেসুরো হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। কারও নাম না করে নিজের দল তৃণমূলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

লক্ষ্মীরতন শুক্লের পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার তিনি বলেন, ‘‘এটা লক্ষ্মীর ব্যক্তিগত ব্যাপার। তবে দল এখন এতটাই ভঙ্গুর ও সামঞ্জস্যহীন যে বলার মত নয়। যে সমস্ত কর্মীরা দলের জন্য একশো শতাংশ দিচ্ছেন, তাঁরাই বঞ্চিত হচ্ছেন। ফলে নিজেদের ঠিক মানিয়ে নিতে না পেরে দল থেকে সরিয়ে নিচ্ছেন।’’

তৃণমূলের অন্দরে বর্তমান পরিস্থিতির জন্য দলের রাজ্য ও জেলা নেতৃত্ব দায়ী বলেও অভিযোগ করেছেন রথীন। তিনি বলেন, ‘‘দীর্ঘ দু’বছর ধরে পুরবোর্ড গঠন হয়নি। মানুষ পরিষেবা পাচ্ছে না। দলের উচিত ছিল নির্বাচন করানো। যা হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে।’’

Advertisement

শুভেন্দু অধিকারীর দলত্যাগ এবং বিজেপি-তে যোগদান প্রসঙ্গে তিনি ববেন, ‘‘এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা বলে দেখা ঠিক নয়। নির্বাচনে এর প্রভাব পড়বে। দল থেকে চলে যাওয়াটা বড় বিপর্যয়।’’ তিনি কি দল ছাড়ছেন? রথীনের জবাব, ‘‘এখুনই কিছু বলা যাচ্ছে না। তবে রাজনীতিতে অনেক কিছুই সম্ভব।’’ তাঁর এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন জেলা তৃণমূলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন