দ্বন্দ্ব টিএমসিপিতে, গোলমাল কলেজে

দু’দল ছাত্রের গোলমালে উত্তেজনা ছড়াল ডোমজুড় আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের বাইরে। সোমবার দুপুরের। দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন। টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে এই গোলমাল বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ১৯৯৮ সাল থেকেই ডোমজুড় কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে টিএমসিপি। বাম আমলেও এই কলেজে একটিও আসন পায়নি এসএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০১:১৯
Share:

দু’দল ছাত্রের গোলমালে উত্তেজনা ছড়াল ডোমজুড় আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের বাইরে। সোমবার দুপুরের। দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন। টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে এই গোলমাল বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ১৯৯৮ সাল থেকেই ডোমজুড় কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে টিএমসিপি। বাম আমলেও এই কলেজে একটিও আসন পায়নি এসএফআই। রাজ্যে পালা বদলের পর থেকেই টিএমসিপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। সম্প্রতি সেটা চরম আকার নেয়। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাহিদ আফ্রিদি মোল্লার দাবি, ‘‘কলেজের বাইরে আমরা ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য শিবির করেছিলাম। এক দল বহিরাগত এসে সেই শিবিরে ভাঙচুর চালিয়েছে। মারধরও করে।’’ মারধর বা ভাঙচুরের অভিযোগ না তুললেও এ দিনের গোলমাল দ্বন্দ্বের ফল তা জেলা (শহর) টিএমসিপি নেতৃত্বের কথায় স্পষ্ট। তাদের দাবি, কলেজের বাইরে ল্যাপটপ নিয়ে শিবির করতে নিষেধ করা হয়েছে। সেই নির্দেশ অমান্য করে ছাত্র সংসদের দু’এক জনের মদতে বহিরাগত কয়েকজন যুবক কলেজের পাশে শিবির করেছিল। কলেজ ইউনিটের সদস্যরা তাঁদের উঠে যেতে অনুরোধ করেছেন। মারধর বা ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি। কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের কোনও ছাত্র জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement