পুলিশ নিয়ে গোঘাটে ফিরলেন ঘরছাড়ারা

আরামবাগের পর দ্বিতীয় দফায় সোমবার গোঘাটের ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরানো হল। এদিন গোঘাটের সুন্দরপুর, গোঘাট, রামানন্দপুর, অনুপনগর, ফলুই, শ্যামবাজার প্রভৃতি গ্রামের মোট ৬৪ জন পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০১:৩৩
Share:

আরামবাগের পর দ্বিতীয় দফায় সোমবার গোঘাটের ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরানো হল। এদিন গোঘাটের সুন্দরপুর, গোঘাট, রামানন্দপুর, অনুপনগর, ফলুই, শ্যামবাজার প্রভৃতি গ্রামের মোট ৬৪ জন পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরেন। ঘরছাড়াদের সঙ্গে ছিলেন গোঘাটের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারক এবং গোঘাট সিপিএমের দেবু চট্টোপাধ্যায়, অরুণ পাত্র, ভাস্কর রায়, তিলক ঘোষ প্রমুখ জোনাল নেতা। গোঘাট সিপিএমের জোনাল সম্পাদক অরুণ পাত্র বলেন, “গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই আমাদের মোট ১১৮জনকে ঘরছাড়া করেছিল তৃণমূল। তাঁদের মধ্যে ৬৪ জন এদিন ঘরে ফিরলেন। বাকিরাও ফিরবেন।”

Advertisement

প্রসঙ্গত সিপিএমের পক্ষে সপ্তাহ দেড়েক আগে খানাকুল, পুরশুড়া, গোঘাট ও আরামবাগের ঘরছাড়া দলীয় নেতা-কর্মীদের বুথ ভিত্তিক তালিকা দিয়ে তাঁদের ঘরে ফেরানোর দাবি জানানো হয়েছিল মহকুমা প্রশাসনের কাছে।

গত ১৩ মার্চ পুলিশি নিরাপত্তায় আরামবাগের সাতমাসা এবং বহুখেদাইল গ্রামের ৮ জন ঘরে ফেরেন। বাকিরাও পরে এককভাবে দফায় দফায় ফেরেন। পুলিশ জানায় সমস্ত ঘরছাড়াদের ঘরে ফেরার জন্য বলা হয়েছে। পুলিশই নিরাপত্তার ব্যবস্থা করবে। কে কবে ঘরে ফিরতে চান তা দলের কাছে জানতে চাওয়া হয়েছে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, ২০১১-র বিধানসভা ভোটের ফল বেরোনোর পরই একদফা ঘরছাড়া হতে হয়েছিল তাদের কর্মী-সমর্থকদের। লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে তাঁদের ফেরানোও হয়েছিল। কিন্তু নির্বাচনের পর ফের তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এ বার প্রশাসনের কাছে মহকুমার মোট ৪৪৪ জন ঘরছাড়ার তালিকাই দেওয়া হয়েছিল। এঁদের অধিকাংশই ফিরছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন