বন্ধ বাড়িতে আগুন চুঁচুড়ায়

বন্ধ বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হল ঘর। বুধবার চুঁচুড়ার প্রিয়নগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন, বন্ধ একতলার বাড়িতে হঠাৎ আগুন লাগে। তখন বাড়ির একমাত্র বাসিন্দা তানিয়া চক্রবর্তী বাইরে ছিলেন। ঘরে ছিল তাঁর একমাত্র সঙ্গী সারমেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০১:২৫
Share:

বন্ধ বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হল ঘর। বুধবার চুঁচুড়ার প্রিয়নগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন, বন্ধ একতলার বাড়িতে হঠাৎ আগুন লাগে। তখন বাড়ির একমাত্র বাসিন্দা তানিয়া চক্রবর্তী বাইরে ছিলেন। ঘরে ছিল তাঁর একমাত্র সঙ্গী সারমেয়। তবে আগুনে সমস্ত জিনিস পুড়ে গেলেও প্রাণে বেঁচে গিয়েছে সে। বাসিন্দারা জানান, আগে দাদু, দিদিমা ও মায়ের সঙ্গে থাকতেন তানিয়া। একে একে সকলেই মারা যান। পড়শিদের সঙ্গে তেমন মিশতেন না। বেলা ১১টা নাগাদ বাড়ির জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে পড়শিরা প্রথমে ভেবেছিলেন বোধহয় রান্নার ধোঁয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া বাড়তে থাকলে তাঁরা বাড়ির কাছে গিয়ে দেখেন তালাবন্ধ। এর পর তাঁরা দমকলে খবর দেন। বাড়ির ভিতরে আগুন জ্বলছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাড়ি থেকেও লোকজন বেরিয়ে আসেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। বাড়িতে কোনও মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে রাখা ছিল। বাড়ির বাসিন্দা তা নেভাতে ভূলে গিয়েছিলেন। বাড়িতে থাকা কুকুরের ধাক্কায় কোনওভাবে তা পড়ে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement