স্মৃতি ফুটবল

জগৎবল্লভপুরের নিমাবালিয়া বিদ্যুৎ বাহিনী ব্যায়াম সমিতির আয়োজনে কার্তিক নারায়ণ মণ্ডল ও লক্ষ্মণচন্দ্র মান্না স্মৃতি ফরগুড কাপ নক-আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল হুগলির মশাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন। গত ১২ এপ্রিল ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় জগৎবল্লভপুর ইছানগরী ফ্রেন্ডস ক্লাবকে। ম্যান অব দ্য ম্যাচ মশাটের খেলোয়াড় শেখ মসুন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ইছানগরীর শেখ মোসাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০১:২৪
Share:

জগৎবল্লভপুরের নিমাবালিয়া বিদ্যুৎ বাহিনী ব্যায়াম সমিতির আয়োজনে কার্তিক নারায়ণ মণ্ডল ও লক্ষ্মণচন্দ্র মান্না স্মৃতি ফরগুড কাপ নক-আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল হুগলির মশাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন। গত ১২ এপ্রিল ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় জগৎবল্লভপুর ইছানগরী ফ্রেন্ডস ক্লাবকে। ম্যান অব দ্য ম্যাচ মশাটের খেলোয়াড় শেখ মসুন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ইছানগরীর শেখ মোসাদ। ওই দলেরই আনন্দ সাঁতরা সেরা গোলরক্ষক হন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন বাবলু মাল। বিদ্যুৎ বাহিনী ব্যায়াম সমিতিরই মাঠে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল গত ১৪ মার্চ। উদ্বোধন করেন প্রাক্তন ফিফা রেফারি সাগর সেন। হাওড়া এবং হুগলি জেলার মোট ৮টি দল যোগ দিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement