কার্তিক পুজোয় বাঁশবেড়িয়ার রাস্তা সাজবে আলপনায়

দুর্গাপুজো, কালীপুজো নয়। এ শহর বরাবর মাতে কার্তিক পুজো ঘিরে।

Advertisement

সুশান্ত সরকার

বাঁশবেড়িয়া শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০১:৪৪
Share:

সাজ: চলছে মণ্ডপ তৈরি। নিজস্ব চিত্র

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

Advertisement

আর দশ দিন পরই কার্তিক পুজো ঘিরে মাততে চলেছে হুগলির বাঁশবেড়িয়া। পুজো কমিটিগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। আগামী ১৭ নভেম্বর থেকে পুজো শুরু। তার আগে ১৪ নভেম্বর সব পুজো কমিটির পক্ষ থেকে আলপনায় সাজিয়ে তোলা হবে এলাকার বিভিন্ন রাস্তা। রাত দশটা থেকে শুরু হবে সেই কাজ।

দুর্গাপুজো, কালীপুজো নয়। এ শহর বরাবর মাতে কার্তিক পুজো ঘিরে। শহর জুড়ে ১২৫টির বেশি কার্তিক পুজো হয়। অন্যান্য বছরের মতো এ বারও চোখধাঁধানো মণ্ডপ, চন্দননগরের আলো, নানা রূপের কার্তিক আর হরেক মেলায় জমজমাট থাকবে এই শহর।

Advertisement

সাহাগঞ্জের বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির অধীনে প্রায় ৬০টি পুজো হয়। তার মধ্যে ৪১টি পুজো কমিটি বিজয়ার শোভাযাত্রা করবে। এ বার ৫০ বছরে পা দিয়েছে এলাকার চারটি বারোয়ারি পুজো। সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। শোভাযাত্রা যে রাস্তা দিয়ে যাবে সেখানে আলপনা আঁকা হবে। বাঁশবেড়িয়ার পুরপ্রধান অরিজিতা শীল জানান, দর্শনার্থীদের জন্য ভ্রাম্যমাণ শৌচালয় থাকবে। রাস্তার মোড়ে মোড়ে থাকবে পানীয় জলের ট্যাঙ্কার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন