Sonia Gandhi

‘বন্দে মাতরম্‌, জয় হিন্দ’

নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সনিয়ার নাম তোলানোর অভিযোগে আদালতে গিয়েছেন এক আইনজীবী। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সেই মামলায় সনিয়া ও দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:১৭
Share:

সনিয়া গান্ধী। — ফাইল চিত্র।

আশি বছরে পা দিলেন সনিয়া গান্ধী। মঙ্গলবার দিনের শুরুতে ছিল সমাজমাধ্যমে তাঁর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা।

এ দিকে, নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সনিয়ার নাম তোলানোর অভিযোগে আদালতে গিয়েছেন এক আইনজীবী। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সেই মামলায় সনিয়া ও দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিল। অভিযোগ সংক্রান্ত প্রশ্নে দুপুরে সংসদ চত্বরে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেন, তাঁর মা নাগরিক হওয়ার পরেই প্রথম ভোট দিয়েছেন। তাঁর কথায়, “জানি না কেন ওঁর পিছনে পড়ে রয়েছে। মানুষটার আশি বছর বয়স হতে চলল। সারাটা জীবন দেশের সেবা করেছেন। এ বার তো বাদ দিলে পারে।” দিনের শেষে পুরনো সংসদ ভবনে কংগ্রেস সংসদীয় দলের কার্যালয়ে এসে সনিয়া সবার মাঝে কেক কাটলেন। অখিলেশ যাদব-সহ ‘ইন্ডিয়া’ মঞ্চের একাধিরক দলের নেতারা ছিলেন সেখানে। বেরোনোর সময় সাংবাদিকরা জানতে চান দেশের উদ্দেশে তাঁর কোনও বার্তা আছে কি না। কংগ্রেস চেয়ারপার্সন বলেন, “বন্দে মাতরম।” কয়েক কদম এগিয়ে, ঘুরে বলেন, “আর, জয়হিন্দ-ও।”

ওই কেক কাটার সময় তৃণমূলের কেউ কংগ্রেসের সংসদীয় দলের দফতরে যাননি। তবে রাজ্যসভার মধ্যেই তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন সনিয়া গান্ধী আসনের সামনে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন