গরমে বন্দিদের জন্য লেবুর জল

প্রবল গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বন্দিদের শারীরিক অবস্থা যাতে ঠিক থাকে, তার জন্য তাদের সকালের দিকে নুন-চিনির শরবত এবং লেবুর জল দেওয়া শুরু করেছেন উলুবেড়িয়া জেল কর্তৃপক্ষ। জেলার পুলক মণ্ডল জানান, সকাল সাতটা নাগাদ জেলের বন্দিদের নুন-চিনির শরবত দেওয়া হচ্ছে। ন’টা নাগাদ লেবুর জল। বন্দিদের যাতে ‘ডিহাইড্রেশন’ না হয়, সে জন্যই এই ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০০:৫৩
Share:

প্রবল গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বন্দিদের শারীরিক অবস্থা যাতে ঠিক থাকে, তার জন্য তাদের সকালের দিকে নুন-চিনির শরবত এবং লেবুর জল দেওয়া শুরু করেছেন উলুবেড়িয়া জেল কর্তৃপক্ষ।

Advertisement

জেলার পুলক মণ্ডল জানান, সকাল সাতটা নাগাদ জেলের বন্দিদের নুন-চিনির শরবত দেওয়া হচ্ছে। ন’টা নাগাদ লেবুর জল। বন্দিদের যাতে ‘ডিহাইড্রেশন’ না হয়, সে জন্যই এই ব্যবস্থা। এ ছাড়া বেশি করে জল মজুত করে রাখা হয়েছে। বন্দিদের বেশি করে জল খেতে বলা হয়েছে।

কয়েক দিন আগে এই জেলে এক বন্দি অসুস্থ হয়ে মারা যায়। সে কথা খেয়াল রেখেই বন্দিদের প্রতি আরও নজর দেওয়া হয়েছে বলে জেল কর্তৃপক্ষের দাবি। এ ছাড়া জেলে পাখার সংখ্যাও বাড়ানো হয়েছে। জেলে বর্তমানে ১৫৪ জন বন্দি রয়েছেন। কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। বেলা বাড়লেই রাস্তায় লোকজন কমছে। দুপুরের দিকে ট্রেনে, বাসে যাত্রীও কম দেখা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement