Crime

প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনে যাবজ্জীবন

সরকারি আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, খুনের ঘটনাটি ঘটে ২০১১ সালের ১০ জুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০৫:৪৩
Share:

প্রতীকী ছবি।

প্রেমিকাকে খুনের অপরাধে প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া জেলা আদালত। শুক্রবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। সাজাপ্রাপ্তের নাম জাভেদ। যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি তার ১০ হাজার টাকা জরিমানাও হয়েছে।

Advertisement

সরকারি আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, খুনের ঘটনাটি ঘটে ২০১১ সালের ১০ জুন। শিবপুরের ফোরশোর রোডের বাসিন্দা নীতু মিশ্রের সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্ক ছিল প্রতিবেশী জাভেদের। কিন্তু নীতুর চাকরি করা নিয়ে তাঁর সঙ্গে জাভেদের প্রথম গোলমাল শুরু হয়। এই নিয়ে দু’জনের সম্পর্কে চিড় ধরে। ১০ জুন রাতে নীতুর বাড়িতে গিয়ে জাভেদ তাঁকে গলা টিপে খুন করে। এর পরে দেহটি ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়। শ্বাসরোধ করার সময়ে নীতুর চিৎকার শুনে পাশের ঘর থেকে তাঁর বোনেরা ছুটে এসে দেখেন, জাভেদ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।

এর পরেই মৃতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই গ্রেফতার হয় জাভেদ। ময়না-তদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে নীতুকে খুন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা শুরু হয়। তাকে জেলে রেখেই চলে বিচারপর্ব। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement