খাবারে ‘সাপ’, বিক্ষোভ রোগীদের

নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে তা বয়কট করে বিক্ষোভ দেখালেন চন্দননগরের গৌরহাটী ইএসআই হাসপাতালের রোগীরা। সুপারের ঘরেও বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি মঙ্গলবারের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০২:০৮
Share:

নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে তা বয়কট করে বিক্ষোভ দেখালেন চন্দননগরের গৌরহাটী ইএসআই হাসপাতালের রোগীরা। সুপারের ঘরেও বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি মঙ্গলবারের।

Advertisement

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের খাবারে ডিমের ঝোল, ভাত এবং রুটি দেওয়া হয়। সার্জিক্যাল ওয়ার্ডের এক রোগী হঠাৎ চিৎকার করতে থাকেন, তাঁর খাবারে সাপ। অন্য রোগীরা আতঙ্কিত হয়ে সকলেই হাসপাতালের খাবার বয়কট করে বাইরে থেকে খাবার কিনে রাতের খাওয়া সারেন। বিষয়টি কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদেরও গোচরে আনেন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, খাবার পরীক্ষা করে দেখা যায় কোনও সাপ নেই। যেটাকে সাপ বলা হচ্ছিল তা সব্জির খোসা। রান্নার পর শুকিয়ে সাপের আকার নেওয়ায় রোগীরা সাপ ভেবে ভুল করেন।

হাসপাতালের সুপার অভ্রজিৎ মুখোপাধ্যায়ের দাবি, ‘‘কিছু রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও বাড়ি যেতে চান না। কর্মক্ষেত্রে ছুটি নেওয়ার জন্য দিনের পর দিন হাসপাতালে কাটান। তাঁদের হাসপাতাল ছাড়তে বলাতেই পরিকল্পিতভাবে এই গুজব রটিয়ে রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়।’’

Advertisement

অ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক কমলেশ্বর শ গত ১১ই মে কোমরের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর কথায়, ‘‘সোমবার রাতে খাবার দেওয়ার পর দেখি ডিমের তরকারিতে সাপের মতো কী যেন। এরপর হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের দেখালাম। তাঁরা বললেন, ওটা সাপ নয়। কোনও কিছুর খোসা। অন্য রোগীদের দেখানোর পর সকলেই রাতের খাবার বয়কট করেন।’’ তাঁর দাবি, ‘‘হাসপাতালে অতি নিম্ন মানের খাবার দেওয়া হয়। ভাল খাবার না দেওয়া পর্যন্ত আমরা খাওয়া দাওয়া বন্ধ করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন