উদ্বোধনের অপেক্ষায় খাদ্য দফতরের নয়া অফিস

দীর্ঘদিন ধরে সাঁকরাইল ব্লকে খাদ্য দফতরের অফিস চলছিল ব্লক অফিসের একতলার একটি ছোট ঘরে। প্রতিদিন কয়েকশো মানুষ নানা কাজে সেখানে এসে সমস্যায় পড়তেন। তাঁদের ভোগান্তি থেকে মুক্তি দিতে নতুন দোতলা অফিস তৈরি হয়েছে ব্লক অফিসের পিছন দিকে যুব কল্যাণ দফতরের পাশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০১:০৪
Share:

বিডিও অফিসের তিন তলায় তৈরি হয়েছে এই আধুনিক সভাগৃহ।—নিজস্ব চিত্র।

দীর্ঘদিন ধরে সাঁকরাইল ব্লকে খাদ্য দফতরের অফিস চলছিল ব্লক অফিসের একতলার একটি ছোট ঘরে। প্রতিদিন কয়েকশো মানুষ নানা কাজে সেখানে এসে সমস্যায় পড়তেন। তাঁদের ভোগান্তি থেকে মুক্তি দিতে নতুন দোতলা অফিস তৈরি হয়েছে ব্লক অফিসের পিছন দিকে যুব কল্যাণ দফতরের পাশে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ইতিমধ্যে সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে। ব্লক অফিসেরও তিনতলাতেও তৈরি হয়েছে নতুন সভাগৃহ। আগামী মাসের গোড়ায় দু’টিরই আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘কনফারেন্স রুম-সহ তিনতলার সভাগৃহটি তৈরি করতে প্রায় ১৪ লক্ষ এবং খাদ্য দফতরের অফিসটি তৈরি করতে প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। দু’টি ক্ষেত্রেই রাজ্য সরকারের সঙ্গে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে অর্থ খরচ করা হয়েছে। সভাগৃহটি আধুনিক ভাবে সাজানো হচ্ছে। যে কোনও বৈঠক চলাকালীন ওই ঘরে ওয়াই-ফাই পরিষেবা মিলবে।’’

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এত দিন ব্লক অফিসের একতলায় একটি ছোট ঘরে প্রশাসনিক বৈঠক হচ্ছিল। উপস্থিতির সংখ্যা বেশি থাকলে সকলের বসার জায়গা হয় না। সেই কারণে নতুন সভাগৃহ হল। ভিতরে আলাদা করে থাকছে কনফারেন্স রুম। এই ঘরেই থাকছে প্রজেক্টর, কম্পিউটার ও বিনামূল্য ইন্টারনেট পরিষেবা (ওয়াই-ফাই)। পাশেই থাকছে বড় হলঘর। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল জানান, কনফারেন্স রুমে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। হলঘরে মূলত বিভিন্ন দফতরের অনুষ্ঠান হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন