ভ্যাট নেই, দূষিত হচ্ছে দামোদর

শীতের মরসুম। দিকে দিকে পিকনিকের ধুম লেগেই আছে। এই সময় কাছে পিঠে পিকনিক করার মতো জায়গা খুঁজে পাওয়া চাপ। পিছিয়ে নেই উলুবেড়িয়ার মহিষরেখা। সেখানে দামোদরের চরে পিকনিক করতে বহু মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০১:২৬
Share:

নিজস্ব চিত্র।

শীতের মরসুম। দিকে দিকে পিকনিকের ধুম লেগেই আছে। এই সময় কাছে পিঠে পিকনিক করার মতো জায়গা খুঁজে পাওয়া চাপ। পিছিয়ে নেই উলুবেড়িয়ার মহিষরেখা। সেখানে দামোদরের চরে পিকনিক করতে বহু মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন। নোংরা ফেলার জায়গা না থাকায় দূষিত হচ্ছে নদ ও এলাকা। নজর নেই স্থানীয় পঞ্চায়েতের।

Advertisement

এলাকাটি চণ্ডীপুর পঞ্চায়েতের মধ্যে পড়ে। ২০১৪ সালে এই পঞ্চায়েত আইএসজিপি প্রকল্পে হাওড়া জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল। শুধু তাই নয়, এই প্রকল্পে প্রত্যেক পঞ্চায়েতকে গ্রামীণ এলাকায় ভ্যাট তৈরি করার জন্য দুই লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল। যদিও চণ্ডীপুর পঞ্চায়েতের প্রধান সুমিত্রা রং বলেন, ‘‘আমারা ভ্যাট তৈরির জন্য কোনও টাকা পাইনি। তবে আমারা পঞ্চায়েতের পক্ষ থেকে নদের চরে কয়েকটি অস্থায়ী ভ্যাট করার কথা ভাবছি। সেই সঙ্গে নদে নোংরা না ফেলার জন্য বোর্ডও লাগানোর পরিকল্পনা আছে।’’ মা়ধবপুর পরিবেশ চেতনা সমিতির সদস্য জয়িতা কুণ্ডু বলেন, ‘‘দূষণ রোধে কী করা যায়, আমারা সমিতির পক্ষ থেকে আলোচনা করছি। তবে স্থানীয় পঞ্চায়েত আমাদের সাহায্য চাইলে আমারা সমিতির পক্ষ থেকে হাত বাড়িয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন