ফের ডেঙ্গিতে মৃত্যু। এলাকা শ্রীরামপুর। শহরের একটি নার্সিংহোমে পদ্মাবতী চন্দ্র (৭০) নামে ডেঙ্গিতে আক্রান্ত ওই বৃদ্ধার মৃত্যু হয়। বাড়ি শ্রীরামপুর ১২ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার তিনি শৌচাগারে গিয়ে পড়ে গিয়ে কোমরে আঘাত পান। তাঁকে কাছে এক অস্থি বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ফিরে প্রবল জ্বর হয় তাঁর। বিকেলেই তাঁকে শহরের বেল্টিং বাজারের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্টে ওই বৃদ্ধার শরীরে ডেঙ্গির ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শুক্রবার বিকেলে নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর শংসাপত্রে লেখা আছে, ‘ডেঙ্গি এনএস ১ পজিটিভ, হেমারেজিক শক্’। এ ছাড়া ‘ডায়াবেটিস’ ও ‘উচ্চ রক্তচাপ’ ছিল বলেও তাতে লেখা আছে।
গত দু’মাস ধরে শ্রীরামপুরের নানা এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দেয়। ভয়াবহতা দেখে শ্রীরামপুরে ‘ডেঙ্গি মহামারি’র আকার নিয়েছে বলে স্বাস্থ্য ভবনের তরফে ঘোষণা করা হয়। সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত শহরের এক যুবকের মৃত্যু হয়। তার আগে আরও দু’জন জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। যদিও ওই দু’জনের মৃত্যু ডেঙ্গিতে হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর স্বীকার করেনি। মাসখানেক ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হয় প্রশাসন ও পুরসভা। কিন্তু অভিযান চালানোর পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে পুরবাসীর অভিযোগ। পুরকর্তারা অবশ্য বলছেন, ডেঙ্গি-মোকাবিলায় অভিযানে কোনও ত্রুটি নেই।