পাওনা আনতে যাওয়ার ‘অপরাধে’ এক প্রৌঢ়া ও তাঁর ছেলেকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁদের পড়শি এক ব্যক্তি ও তাঁর ছেলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় খানাকুলের বালিপুর মেটেপাড়ার বাসিন্দা দিবাকর মেটে নামে আহত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মা প্রহৃত রেখাদেবীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই অভিযুক্ত কিঙ্কর মেটে এবং তাঁর ছেলে শুভঙ্করকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ১৪ দিন জেল হয়।