রক্তদানে পাশে পুলিশ

সমস্যা মেটাতে এগিয়ে এল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। মৌড়িগ্রামের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে তারা তৈরি করেছে অনলাইন ‘ডোনার্স ডিরেক্টরি’ বা রক্তদাতাদের ঠিকুজি। এই ওয়েবসাইটির নাম ‘সৃজন।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁচলা শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০১:৪৯
Share:

রক্তদান শিবির থেকে প্রাপ্ত রক্ত মজুত থাকে সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কে। কিন্তু সমস্যা হয় সঠিক সময়ে নির্দিষ্ট গ্রুপের রক্ত পাওয়া নিয়ে।

Advertisement

সমস্যা মেটাতে এগিয়ে এল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। মৌড়িগ্রামের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে তারা তৈরি করেছে অনলাইন ‘ডোনার্স ডিরেক্টরি’ বা রক্তদাতাদের ঠিকুজি। এই ওয়েবসাইটির নাম ‘সৃজন।’

এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক রক্তদাতারা তাঁদের নাম নথিভূক্ত করতে পারবেন। তার ভিত্তিতে রক্তদাতাদের তালিকা তৈরি করা হবে। তাতে তাঁদের ঠিকানা এবং রক্তের গ্রুপের নামও লেখা থাকবে। এই তালিকা থাকবে শুধুমাত্র পুলিশের কাছে। যদি কারও রক্তের প্রয়োজন হয় তা হলে তিনি গ্রামীণ জেলা পুলিশ বা থানায় ফোন করে বিষয়টি জানাবেন। পুলিশ দাতাদের তালিকা থেকে নির্দিষ্ট গ্রুপের রক্তদাতার নাম খুঁজে বের করে তাঁর ফোন নম্বর যিনি রক্ত চাইছেন তাঁকে দিয়ে দেবে। এইভাবে দাতা ও গ্রহীতা সরাসরি যোগাযোগ করে রক্তের সমস্যা দ্রুত মেটাতে পারবেন। যদি কোনও ইচ্ছুক দাতা রক্তের গ্রুপ জানতে চান তাহলে বিনা খরচে তাঁর রক্তের গ্রুপ পরীক্ষা করে দেবে মৌড়িগ্রামের হাসপাতালটি।

Advertisement

মঙ্গলবার পাঁচলার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতরে ওয়েবসাইটটির উদ্বোধন করে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ বলেন, ‘‘রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে একটা ফাঁক থাকে। কিন্তু অনলাইন ডিরেক্টরি করার ফলে দাতা এবং গ্রহীতার মধ্যে যোগাযোগ সম্ভব হবে। এই উদ্যোগ অভিনব।’’

হাজির ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়-সহ রাজ্য পুলিশের কর্তারা। গ্রামীণ জেলা পুলিশ সুপার সুমিতকুমার বলেন, ‘‘প্রাথমিকভাবে ২ হাজার জেলা পুলিশ কর্মী ইচ্ছুক দাতা হিসাবে নাম নথিভুক্ত করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন