বন্ধ কারখানা খোলার দাবিতে অবরোধের ডাক

বন্ধ কল-কারখানা খোলা-সহ নানা দাবিতে দাবিতে রেল অবরোধের ডাক দিলেন শ্রমিকরা। বন্ধ কারখানার সংযুক্ত সংগ্রাম কমিটির তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার সকালে হিন্দমোটর স্টেশনে অবরোধ করা হবে। অবরোধের জেরে হাওড়া-বর্ধমান মেন, কাটোয়া এবং তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল ব্যহত হতে পারে। আন্দোলনকারীরা জানান, গোটা রাজ্যে প্রায় ৫৬ হাজার বন্ধ এবং রুগ্ন কারখানা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০১:২০
Share:

বন্ধ কল-কারখানা খোলা-সহ নানা দাবিতে দাবিতে রেল অবরোধের ডাক দিলেন শ্রমিকরা। বন্ধ কারখানার সংযুক্ত সংগ্রাম কমিটির তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার সকালে হিন্দমোটর স্টেশনে অবরোধ করা হবে। অবরোধের জেরে হাওড়া-বর্ধমান মেন, কাটোয়া এবং তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল ব্যহত হতে পারে। আন্দোলনকারীরা জানান, গোটা রাজ্যে প্রায় ৫৬ হাজার বন্ধ এবং রুগ্ন কারখানা রয়েছে। হুগলি জেলায় এই সংখ্যা কয়েক হাজার। শ্রমিকদের অভিযোগ, হিন্দমোটর কারখানায় সাসপেনশন অব ওয়ার্ক ঘোষণার পরে বছর ঘুরে গিয়েছে। কাগজ-কলমে ডানলপ খোলা থাকলেও শ্রমিকদের কাজ মিলছে না। জেলা জুড়ে বেশ কয়েকটি চটকলও বন্ধ হয়েছে গত কয়েক দিনে। সব মিলিয়ে হাজার হাজার শ্রমিক বিপাকে। বন্ধ কারখানাগ খোলা ছাড়াও ধুঁকতে থাকা কারখানার অবিলম্বে পুনরুজ্জীবনের দাবি করছেন শ্রমিকরা। সংগ্রামী শ্রমিক কর্মচারি ইউনিয়নের নেতা আভাষ মুন্সি বলেন, ‘‘হিন্দমোটর কারখানার মতো প্রতিষ্ঠান এত দিন ধরে বন্ধ। ডানলপ নিয়ে ছেলেখেলা চলছে। বিভিন্ন কল-কারখানায় শ্রমিকদের পাওয়াগণ্ডা মেটানো হচ্ছে না বছরের পর বছর ধরে। অথচ সরকার শুধু শিল্পায়নের বুলি আওড়াচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement