বন্দিদের ভাল রাখতে সাজছে জেল

নতুন করা সেজে উঠতে চলেছে উলুবেড়িয়া উপ-সংশোধনাগার। চলছে সংশোধনাগার ভবন সংস্কার থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকীকরণ। তৈরি হচ্ছে বন্দিদের শরীরচর্চা ও সাংস্কৃতিক চর্চার মঞ্চ। তৈরি হবে আধুনিক মানের রান্নাঘরও। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা খরচ করা হবে। কারা দফতরই এ জন্য টাকা দিচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৭
Share:

নতুন করা সেজে উঠতে চলেছে উলুবেড়িয়া উপ-সংশোধনাগার।

Advertisement

চলছে সংশোধনাগার ভবন সংস্কার থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকীকরণ। তৈরি হচ্ছে বন্দিদের শরীরচর্চা ও সাংস্কৃতিক চর্চার মঞ্চ। তৈরি হবে আধুনিক মানের রান্নাঘরও। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা খরচ করা হবে। কারা দফতরই এ জন্য টাকা দিচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে উপর-নীচ মিলিয়ে খান আটেক ঘর রয়েছে। অভিযোগ, সেগুলি দীর্ঘদিন ধরেই বেহাল। ঘরগুলি সংস্কার করা হয়েছে। সেখানে যাতে ঠিকমতো আলো বাতাস খেলতে পারে তার ব্যবস্থা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নতিতে সংশোধনাগারের পশ্চিমদিকে আলাদা একটি সিঁড়ি তৈরি করা হয়েছে। যাতে কোনও বিপদ হলে বন্দিদের দ্রুত উদ্ধারে কোনও সমস্যা না হয়। আগে সংশোধনাগারের পূর্বদিকে একটি মাত্র সিঁড়ি ছিল। এছাড়া বিভিন্ন জায়গায় জল সরবরাহ করার আধুনিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে। যাতে আগুন লাগলে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায়।

Advertisement

সংশোধনাগারে বন্দিদের শরীর চর্চা করার জন্য একটি পাকা চাতাল তৈরির পাশাপাশি তারা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারে সে জন্য পাকা মঞ্চ তৈরি করা হচ্ছে বলে সংশোধনাগারের এক কর্তা জানান। রবীন্দ্র-নজরুল জয়ন্তী, স্বাধীনতা দিবস সহ নানা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সংশোধনাগারে। ওই কর্তার দাবি, বন্দিদের কালচারাল থেরাপি অত্যন্ত জরুরি। সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। বন্দিদের সরবরাহ করা খাবারের জন্য উন্নতমানের রান্নাঘর তৈরি করা হবে। সংস্কার করা হয়েছে নিকাশি ব্যবস্থারও। বন্দিদের পাশপাশি জেলকর্মীদের থাকার জন্যও নতুন ভবন তৈরি করা হয়েছে। জেল সুপার পুলক মণ্ডল বলেন, ‘‘প্রশাসনকে সংশোধনাগারের সমস্যার কথা জানানো হয়েছিল। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে সংশোধনাগারের পারিপার্শ্বিক অবস্থার উন্নতি হয়েছে।’’ তিনি জানান, বন্দিরা যেন কোনও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে ব্যবস্থা করা হচ্ছে।

উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে ইতিমধ্যে বন্দিদের মানসিক উন্নতির জন্য তাদের পড়াশোনার ব্যবস্থা করেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। শিক্ষিত বন্দিদের নিয়ে একটি স্বেচ্ছাসেবীর সাহায্যে বছর দুয়েক ধরে এই কাজ চলছে। বন্দিরা যাতে বই পড়ে সময় কাটাতে পারে সে জন্য মাস ছয়েক আগে সংশোধনাগারের একটি কক্ষে গ্রন্থাগার চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন গল্প, উপন্যাস সব বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাচ্ছে।

সংশোধনাগারের মধ্যে বন্দিরা যাতে ভাল চিন্তাভাবনা, পরিবেশের মধ্যে থেকে সংশোধিত হতে পারে সে জন্যই এই সব ব্যবস্থা হচ্ছে বলে জানান পুলকবাবু । আগামী দিনে এমন আরও পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement