নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার

স্থানীয়দের থেকে পুলিশ জেনেছে, গত ২৪ তারিখ রাতে বিজয়কে তাঁর পরিচিত দুই যুবক রাজন তিওয়ারি ও সোনু শর্মার সঙ্গে বাইকে চেপে যেতে দেখা গিয়েছিল। তার পরে আর বাড়ি ফেরেনি সে। খোঁজখবর শুরু হওয়ায় পুলিশকে ফোনে রাজেন জানিয়েছিলেন, গোলাবাড়ি ফেরি ঘাটে বসে তাঁরা মদ্যপান করেছিলেন। তার পরে সালকিয়ায় বিজয়কে ছেড়ে দিয়ে চলে যান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৯
Share:

 বিজয় সিংহ

এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। রবিবার, হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় জাতীয় সড়কের ধার থেকে। মৃতের নাম বিজয় সিংহ (২৪)। বাড়ি সালকিয়া ভৈরব ঘটক লেনে। পুলিশ জানিয়েছে, গত ২৪ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন বিজয়। মালিপাঁচঘরা থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি এবং পরে অপহরণের অভিযোগও দায়ের হয়েছিল। পুলিশ জানায়, এ দিন গায়ের জামা এবং একটি পায়ের জোড়া আঙুল দেখে দেহটি শনাক্ত করেন বিজয়ের পরিজনেরা।

Advertisement

স্থানীয়দের থেকে পুলিশ জেনেছে, গত ২৪ তারিখ রাতে বিজয়কে তাঁর পরিচিত দুই যুবক রাজন তিওয়ারি ও সোনু শর্মার সঙ্গে বাইকে চেপে যেতে দেখা গিয়েছিল। তার পরে আর বাড়ি ফেরেনি সে। খোঁজখবর শুরু হওয়ায় পুলিশকে ফোনে রাজেন জানিয়েছিলেন, গোলাবাড়ি ফেরি ঘাটে বসে তাঁরা মদ্যপান করেছিলেন। তার পরে সালকিয়ায় বিজয়কে ছেড়ে দিয়ে চলে যান তিনি।

পুলিশ অবশ্য জানাচ্ছে, ওই এলাকার সিসি টিভি-তে বিজয়কে ছেড়ে যাওয়ার কোনও ছবি পাওয়া যায়নি। এর প্রেক্ষিতেই বিজয়ের বাড়ির লোকেদের ধারণা, পরিকল্পনা করে খুন করা হয়েছে বিজয়কে। তাঁদের অভিযোগ, ঘটনাটির তদন্তে পুলিশি গাফিলতি রয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই কৃষ্ণ তিওয়ারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেরা চলছে। তবে রাজন ও সোনু পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রাজনের স্ক্র্যাপের ব্যবসা আছে। তাতে নামতে চাইছিলেন বিজয়ও। তা ঘিরেই কোনও বিবাদের জেরে এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন