Vicky Kaushal on patriotism

‘দেশপ্রেমের কোনও নির্দিষ্ট ফর্মুলা হয় না’, বর্তমানে ছবিতে দেশভক্তি প্রসঙ্গে কী বললেন ভিকি?

‘ছাওয়া’ বা ‘ধুরন্ধর’—এই ছবিগুলির উদ্দেশ্য শুধুই বাণিজ্যিক সাফল্য নয়। দেশের প্রতি ভালবাসার কথা তুলে ধরাও ছবির নির্মাতাদের লক্ষ্য, মত ভিকির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৫
Share:

দেশপ্রেম নিয়ে কী বললেন ভিকি? ছবি: সংগৃহীত।

বক্সঅফিসে ঝড় তুলেছিল ভিকি কৌশলের ‘ছাওয়া’। ছবির মাধ্যমে নির্ভয়ে ভারতের আসল রূপ তুলে ধরা হচ্ছে, মনে করেন ভিকি কৌশল। এই প্রসঙ্গে নিজের দেশপ্রেমের ধারণা নিয়েও কথা বলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।

Advertisement

সম্প্রতি ‘ছাওয়া’কে বক্সঅফিসে ছাপিয়ে গিয়েছে রণবীর সিংহের ‘ধুরন্ধর’। তবে কি যে ছবিতে দেশভক্তির বিষয় রয়েছে, সেই ছবিই বক্সঅফিসে জায়গা করে নেবে? এটাই কি নতুন ফর্মুলা? এই প্রসঙ্গে ভিকি বলেন, “আমার মনে হয়, দেশপ্রেমের কোনও নির্দিষ্ট পদ্ধতি বা ফর্মুলা হয় না। কোনও পদ্ধতির মধ্যে দেশপ্রেমকে বাঁধা মানে সেটা দেশপ্রেমের আবেগকেই অপমান করা। দেশপ্রেমই আমাদের সত্যতা। সেই সত্যটুকু আমরা ছবি, সাহিত্য ও খেলার মাধ্যমে তুলে ধরব।”

‘ছাওয়া’ বা ‘ধুরন্ধর’—এই ছবিগুলির উদ্দেশ্য শুধুই বাণিজ্যিক সাফল্য নয়। দেশের প্রতি ভালবাসার কথা তুলে ধরাও ছবির নির্মাতাদের লক্ষ্য। তাঁর কথায়, “আমরা এই ভাবেই আমাদের দেশের ঐতিহ্য, বৈচিত্র ও সত্যের প্রতি গর্ব প্রকাশ করব। আমরা নির্ভীক ভাবে সারা বিশ্বের কাছে ভারতকে তুলে ধরছি। এর সামান্যতম অংশ হতে পেরে আমি নিজেও গর্বিত।”

Advertisement

উল্লেখ্য, ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে তৈরি ছবি ‘ছাওয়া’। সম্ভাজির ভূমিকায় অভিনয় করেছেন ভিকি নিজেই। তাঁর বিপরীতে যেশুবাই-এর চরিত্রে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দানাকে। অক্ষয় খন্নাও অভিনয় করেছেন এই ছবিতে। শুধু মহারাষ্ট্র নয়, এই ছবি গোটা দেশের বক্সঅফিসে আলোড়ন ফেলেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement