মুদির দোকানে মাদক, আটক বাবা ও ছেলে

দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিলেন। রবিবার তার প্রতিবাদে সোচ্চার হন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের সুকান্তনগরে। পুলিশ এই ঘটনায় ওই দোকানের মালিক ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০২:০৭
Share:

দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিলেন। রবিবার তার প্রতিবাদে সোচ্চার হন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের সুকান্তনগরে। পুলিশ এই ঘটনায় ওই দোকানের মালিক ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া থানা এলাকার হিন্দমোটরের সুকান্তনগরের বাসিন্দা ওই ব্যক্তি ও তাঁর ছেলে তিনতলা বাড়ির নীচে মুদির দোকান চালাতেন। মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে তারা গাঁজা ও হেরোইন সহ নানা মাদকের ব্যবসা চালান বলে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ। এর ফলে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর মহিলারা বহিরাগতদের উৎপাতে বাড়ির বাইরে বেরোত পারছেন না বলে তাঁদের অভিযোগ। জেলাপ্রশাসনের কাছে বারবার জানিয়ে কাজ না হওয়াতেও ক্ষোভ ছিল। স্থানীয় বাসিন্দা বিনীতা কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে ওই মুদিখানায় মাদকের ব্যবসা চালাচ্ছিল ওরা। অনেক বার জেলাপ্রশাসনের কাছে অভিযোগ করেও ফল হয়নি। সন্ধ্যার পর দোকানে বাইরে থেকে উটকো লোকের আনাগোনায় বাড়ি মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পেত।

শনিবার রাতে এক যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন বাসিন্দারা। রবিবার সকালেও তাকে ঘোরাঘুরি করতে দেখে বাসিন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। বাসিন্দাদের দাবি, লিলুয়ার বাসিন্দা ওই যুবক জানায় সে ওই মুদির দোকান থেকে মাদক কিনতে এসেছিল। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদকও উদ্ধার করেন বাসিন্দারা। এরপরই এলাকার মানুষ ওই মুদির দোকানে চড়াও হয়ে ভাঙচুর করেন। বাড়িতেও ভাঙচুর চালানো হয়। দোকানি ও তার ছেলেকে মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে বাবা ও ছেলেকে উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement