মিলেমিশে থাকার বার্তা দিলেন শুভেন্দু

গোলমাল এড়াতে গ্রামবাসীদের কারও ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে উলুবেড়িয়ার খলিসানিতে দলীয় একটি জনসভায় যোগ দিয়ে শুভেন্দু বলেন, ‘‘উন্নয়নই হল আমাদের দলের একমাত্র লক্ষ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫৯
Share:

সভায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

গোলমাল এড়াতে গ্রামবাসীদের কারও ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে উলুবেড়িয়ার খলিসানিতে দলীয় একটি জনসভায় যোগ দিয়ে শুভেন্দু বলেন, ‘‘উন্নয়নই হল আমাদের দলের একমাত্র লক্ষ্য। উন্নয়নের সুফল পেতে হলে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিবাদ করলে উন্নয়ন বাধা পায়।’’ সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, ‘‘ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। সেখানে কোনও মন্তব্য পড়ে তা যাচাই না করে পাল্টা কোনও মন্তব্য করবেন না। দরকার হলে পুলিশকে সব জানিয়ে দিন।’’ একই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘উন্নয়নের সুফল যাতে মানুষ পায়, তা আপনারা দেখুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশকে খবর দেবেন। পুলিশকে সব সময় সহযোগিতা করবেন। সকলে যাতে মিলেমিশে থাকতে পারেন সমাজে তার পরিবেশ তৈরি করুন।’’

Advertisement

এ দিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি, সমবায়মন্ত্রী অরূপ রায়, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদ, উলুবেড়িয়া উত্তরকেন্দ্রের বিধায়ক নির্মল মাজি, উলুবেড়িয়া দক্ষিণকেন্দ্রের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি পুলক রায় প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement