ছাত্রীকে যৌন নির্যাতনে ধৃত

কারণ জানতে চাইলে ছাত্রীটি জানায়, তাকে ওই শিক্ষক নিগ্রহ করেছেন। এরপরই মেয়েটির পরিবারের তরফে দেবব্রতবাবুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ০২:০৬
Share:

অভিযুক্ত: শিক্ষক দেবব্রত বিশ্বাস। —নিজস্ব চিত্র।

প্রথম শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল বাঁশবেড়িয়ার এক প্রাথমিক স্কুল। পুলিশ জানিয়েছে, দেবব্রত বিশ্বাস নামে স্কুলের ওই শিক্ষককে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৭ সাল থেকে ওই স্কুলে শিক্ষকতা করছেন দেবব্রতবাবু। নিগৃহীতা মেয়েটির বাবা জানান, সোমবার স্কুল থেকে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে সে। এমনকি মঙ্গলবার স্কুলও যেতে চাইছিল না। কারণ জানতে চাইলে ছাত্রীটি জানায়, তাকে ওই শিক্ষক নিগ্রহ করেছেন। এরপরই মেয়েটির পরিবারের তরফে দেবব্রতবাবুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়।

মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে শুরু হয় অভিভাবকদের বিক্ষোভ। এমনকী স্থানীয়রা স্কুলে ঢুকে দেবব্রতবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Advertisement

দেবব্রতবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেন। তাঁর কথায়, ‘‘একটা মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসিয়ে দেওয়া হল।’’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement