ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি

বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজার তালা ভেঙে চুরি করে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে চুঁচুড়ায় রামকৃষ্ণপল্লির ঘটনা। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০১:০৫
Share:

লুঠপাটের পর।—তাপস ঘোষ

বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজার তালা ভেঙে চুরি করে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে চুঁচুড়ায় রামকৃষ্ণপল্লির ঘটনা। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ পল্লির বাসিন্দা পবিত্র চক্রবর্তী গত ২৬ জানুয়ারি পরিবার নিয়ে বারাণসী বেড়াতে গিয়েছেন। সোমবার, ৩১ জানুয়ারি তাঁদের ফেরার কথা। ফাঁকা বাড়ি পাহারা দেওয়ার জন্য পবিত্রবাবু তাঁদের বাড়িতে যিনি দুধ দিতেন সেই রবীন্দ্র যাদবকে রাতে থাকতে বলে যান। চুঁচুড়ার মল্লিক কাশেম হাটের বাসিন্দা রবীন্দ্র দীর্ঘদিন ধরে পবিত্রবাবুর বাড়িতে দুধ দেন। এর আগেও কয়েকবার বেড়াতে গেলে রবীন্দ্রকেই বাড়ি পাহারার দায়িত্ব দিয়ে যান।

পুলিশ জানিয়েছে, পবিত্রবাবুরা বেনারসে যাওয়ার পর থেকেই রোজ রাতে বাড়িতে থাকতেন রবীন্দ্র। শনিবার তাঁর এক আত্মীয়ের মৃত্যুর কারণে আর ওইদিন রাতে বাড়িতে শুতে যাননি। দুষ্কৃতীরা সেই সুযোগই কাজে লাগায়। রাতে বাড়ির পিছনের দরজার তালা ভেঙে চুরি করে চম্পট দেয় তারা। রবিবার সকালে এসে রবীন্দ্র দেখেন পিছন দিকের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে লণ্ডভণ্ড অবস্থা। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের ডেকে সব জানান। প্রতিবেশীরাই পবিত্রবাবুকে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রবীন্দ্রকে আটক করেছে।

Advertisement

পবিত্রবাবুর শ্যালিকা সুনন্দা গোস্বামী বলেন, ‘‘রবিবার সকালে ঘটনাজানতে পেরে এখানে চলে আসি। রবীন্দ্র ১০-১৫ বছর ধরে দিদির বাড়িতে দুধ দেয়। এর আগেও থেকেছে বাড়িতে। কিন্তু এ বারই একটা দুর্ঘটনা ঘটে গেল।’’ স্থানীয় বাসিন্দা স্বপন পোদ্দার জানান, শীতের রাতে সাধারণত জানালা বন্ধ থাকার জন্য কোনও আওয়াজ পাওয়া যায়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement