Dilip Ghosh

‘রবীন্দ্রনাথের পাশে গাঁধীও বসেছিলেন, তিনিও বহিরাগত?’ প্রশ্ন দিলীপের

দিলীপের মন্তব্যে উঠে আসে বহিরাগত ইস্যুও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডানকুনি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২১:২৮
Share:

দিলীপের মন্তব্যে উঠে আসে বহিরাগত ইস্যুও। নিজস্ব চিত্র

বহিরাগত ইস্যু থেকে গরু পাচার, কয়লা পাচার, ডানকুনিতে দলীয় অনুষ্ঠানে বক্তৃতায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তুলে আনলেন সমস্ত ইস্যুই। বারবারই গরু পাচার প্রসঙ্গ টেনে বিজেপি তৃণমূলকে আক্রমণের চেষ্টা করে। বৃহস্পতিবারও সেই সুর ধরেই দিলীপ বললেন, ‘‘আপনাদের এখানে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচারের করিডোর আছে। কাটমানি নেওয়া হয়। সেই কাটমানি চলে যায় কালীঘাটে। সেই টাকায় সাত কোটি টাকার বাড়ি হয়েছে। লক্ষ লক্ষ টাকার জিনিস কোথা থেকে আসে কে দেয়, সব আমরা জানি।’’

Advertisement

দিলীপের মন্তব্যে উঠে আসে বহিরাগত ইস্যুও। প্রসঙ্গত বিজেপির একাধিক পর্যবেক্ষককে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া থেকে শুরু করে অমিত শাহের বারবার রাজ্যে আসা, সবকিছুই বহিরাগতদের কার্যকলাপ বলে দাগিয়ে দিতে চেষ্টা করছে তৃণমূল। তার উত্তরেই দিলীপ ঘোষ বলেন, ‘‘কাকে বলছেন বহিরাগত? অমিত শাহকে? নিজের বাড়িতে বহিরাগত বউ আছে ভুলে গেছেন। রবীন্দ্রনাথের পাশে মহাত্মা গাঁধী বসে আছেন, এই ছবি প্রায় একশ বছর আগের। ছবি তাহলে কি গাঁধীও বহিরাগত?’’

আরও পড়ুন: বঙ্গ বিজেপির আড়ালের সেনাপতি শিবপ্রকাশের দায়িত্ব বাড়ল ভোটের মুখে

Advertisement

আরও পড়ুন:সিপিএমের মিছিলে বোমা-ইট, গুরুতর জখম ১৮, অভিযুক্ত তৃণমূল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন