পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, দাবি লকেটের

সেই কর্মসূচির শেষে ধামিসা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পদযাত্রার শেষে এক সমাবেশে দলীয় কর্মীদের তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে আপনারা প্রার্থী দিন। ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কী ভাবে ভোট করাতে হয়, আমি জানি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০২:৪৪
Share:

দাবি: পাঁচলার সভায় বক্তব্য রাখছেন লকেট। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় বাহিনী দিয়েই আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে বলে দাবি করলেন লকেট চট্টোপাধ্যায়।

Advertisement

সোমবার পাঁচলার রানিহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট। সেই কর্মসূচির শেষে ধামিসা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পদযাত্রার শেষে এক সমাবেশে দলীয় কর্মীদের তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে আপনারা প্রার্থী দিন। ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কী ভাবে ভোট করাতে হয়, আমি জানি।’’

সদ্য শেষ হওয়া সাতটি পুরসভার নির্বাচনে মাত্র ছ’টি আসন পেয়েছে বিজেপি। এটাকে দলের সাফল্য বলেই মনে করেন লকেট। তিনি বলেন, ‘‘অধিকাংশ ওয়ার্ডেই আমরা দ্বিতীয় স্থানে উঠে এসেছি। পুরভোটে যে ভাবে পুলিশ এবং শাসকদলের কর্মীরা বুথ জ্যাম করে রেখেছিলেন তার পরেও এই ফলকে সাফল্য হিসেবেই ধরতে হবে। ২০২১ সালে রাজ্যে আমরাই ক্ষমতায় আসছি।’’ এ রাজ্যে নারী নির্যাতনের সমালোচনা করে বিজেপি নেত্রী সুরক্ষার জন্য মহিলাদের অস্ত্র হাতে প্রতিরোধে নামার ডাক দেন। উত্তরবঙ্গের বন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement