চলন্ত লরিতে ধাক্কা, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মৃত তিন

চলন্ত ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় মৃত্যু হল চালক-সহ তিনজনের। রবিবার দুপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরের আমড়ে মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০১:৪৮
Share:

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। দাদপুরে তাপস ঘোষের তোলা ছবি।

চলন্ত ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় মৃত্যু হল চালক-সহ তিনজনের। রবিবার দুপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরের আমড়ে মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম পরাশর গঙ্গ্যোপাধ্যায় (৪৬), প্রীতম গুপ্ত (২৩) ও চন্দ্রজিৎ মণ্ডল (৫০)। আহত হয়েছেন প্রবর গঙ্গোপাধ্যায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলকাতার বরানগরের তিন বাসিন্দা এদিন সকালে ব্যবসার কাজে গাড়িতে দুর্গাপুর রওনা হন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় দুপুর ১টা নাগাদ দাদপুরের আমড়ে মোড়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা মারেন। ট্রাকটি চলে গেলেও গাড়িটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন গাড়ির আরোহীদের উদ্ধার করেন। পৌঁছে যায় হাইওয়েতে কর্তব্যরত পুলিশ। গুরুতর জখম অবস্থায় চালক-সহ চারজনকে চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান চালক চন্দ্রজিৎ মণ্ডল ও দুই আরোহী পরাশর গঙ্গ্যোপাধ্যায় এবং প্রীতম গুপ্ত।

উল্লেখ্য, মাস কয়েক আগেই উল্লখ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর দুর্ঘটনায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর প্রচারে কতটা ফল হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা পুলিশের এক কর্তা জানান, মানুষ সচেতন না হলে প্রাণহানি বন্ধ করা যাবে না। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় এদিনের দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement