গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযুক্ত দলীয় কর্মীই

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ক্লাবঘরটি পুকুর একাংশ বুজিয়ে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় এ ব্যাপারে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। জমি-বাড়ি কেনাবেচা থেকে নানা ব্যাপারে ক্লাবের সদস্যদের টাকা দিতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারকেশ্বর শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০২:০৩
Share:

ডান হাতের বুড়ো আঙুল ছুঁয়ে গুলি বেরিয়ে যায়।—প্রতীকী ছবি।

শাসক দলের গোষ্ঠীকোন্দলে ফের সরগরম তারকেশ্বর। রবিবার রাতে তারকেশ্বর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরে দলেরই এক নেতাকে গুলি চালানোর অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আক্রান্ত টুনটুন সাউ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি। অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ন‌াম শুকদেব বাগ। ধৃতকে সোমবার চন্দননগর আদালতে তোলা হলে বিচারক সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, ঘটনার সূত্রপাত চার দিন আগে। অভিযোগ, শুকদেব এবং প্রদীপ রায় নামে দুই তৃণমূল কর্মী স্থানীয় এক জনের থেকে দশ হাজার টাকা চান। তিনি টুনটু‌নবাবুকে বিষয়টি জানান। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ কয়েকজনকে নিয়ে টুনটুনবাবু পদ্মপুকুরে একটি ক্লাবে শুকদেবদের সঙ্গে দেখা করতে যান। তাঁর অভিযোগ, কেন টাকা চাওয়া হয়েছে জিজ্ঞাসা করতেই প্রদীপের নির্দেশে শুকদেব তাঁর দিকে গুলি চালায়। ডান হাতের বুড়ো আঙুল ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। রাতেই তিনি শুকদেব এবং প্রদীপের বিরুদ্ধে তারকেশ্বর থানায় এফআইআর করেন। তার ভিত্তিতে শুকদেবকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রদীপ পলাতক। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে টুনটুনবাবুর প্রাথমিক চিকিৎসা করানো হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ক্লাবঘরটি পুকুর একাংশ বুজিয়ে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় এ ব্যাপারে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। জমি-বাড়ি কেনাবেচা থেকে নানা ব্যাপারে ক্লাবের সদস্যদের টাকা দিতে হয়।

Advertisement

তৃণমূলের স্থানীয় গোষ্ঠী রাজনীতিতে টুনটুন তারকেশ্বরের উপ-পুরপ্রধান‌ উত্তম কুণ্ডুর ঘনিষ্ঠ। অভিযুক্তরা পুরপ্রধান স্বপন সামন্তের অনুগামী বলে পরিচিত। ঘটনা প্রসঙ্গে উত্তমের বক্তব্য, ‘‘দোষীদের উপযুক্ত শাস্তি হোক।’’ আর স্বপনবাবু বলেন, ‘‘অন্য ওয়ার্ডে ওই ব্যক্তি (টুনটুন) অত রাতে কেন গিয়েছিলেন, পুলিশ তা তদন্ত করে দেখুক। শুকদেব, প্রদীপকে ফাঁসানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন