আরামবাগ আদালতে ধৃতরা। ছবি: সঞ্জীব ঘোষ
বিজেপি কর্মীদের মারধর এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার উত্তপ্ত হয়েছিল খানাকুলের কিশোরপুর। সে দিন রাতেই বিজেপির চার জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানায়, ধৃতদের নাম অমর অধিকারী, কিঙ্কর দিগার, গঙ্গারাম কারক, রঘুনাথ শাকিব এবং শিবনাথ মালিক। ধৃতদের বৃহস্পতিবার আরামবাগ আদালতে তোলা হয়। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এসডিপিও (আরামবাগ) নির্মলকুমার দাস বলেন, “পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথাও কোন অশান্তি বরদাস্ত করা হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর পদক্ষেপ করবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর বিজেপির সদস্য সংগ্রহ এবং গৃহ-সম্পর্ক অভিযান চলছিল কিশোরপুরে। অভিযোগ, ওই সময় তৃণমূলের মোটর সাইকেল বাহিনী লাঠি-বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের উপরে হামলা করে। বিজেপি নেতা সৌম্য জানা সহ ২ জন গুরুতর আহত হন। তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই বিকালে সেখানে তৃণমূলের দুটি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে বিজেপি বিরুদ্ধে। গ্রামে উত্তেজনা থাকায় এ দিনও সেখানে টহলদারি চলে পুলিশের।
বিজেপির অভিযোগ, মঙ্গলবার দলের কর্মীদের উপরে হামলার চালানো হয়েছিল কিশোরপুর ১ পঞ্চায়েতের প্রধান সন্দীপ বরের নেতৃত্বে। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। সন্দীপবাবু অবশ্য আগেই দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই। তৃণমূল কর্মীদের গ্রেফতার করায় খুশি বিজেপি। দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “পুলিশকে সকলেই নিরপেক্ষ ভূমিকায় দেখতে চান। আমাদের যাঁরা অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল, তাঁদের গ্রেফতার করা হয়েছে। আবার তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করা হল।” অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “আমরা বরাবর বলে আসছি, কোথাও অশান্তি হলে পুলিশ দল-মত নির্বিশেষে আইনগত পদক্ষেপ করবে। আমাদের সরকার আসার পরে পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করে চলেছে।”
গ্রামে রাজনৈতিক অশান্তি নিয়ে বিতশ্রদ্ধ কিশোরপুরের বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও উঠেছে একাধিক বার। তবে কিশোরপুরের ঘটনায় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় এলাকার মানুষ খুশি।
খানাকুলের ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়ায় গোঘাটের পচাখালিতে। এ দিন সেখানে প্রতিবাদ মিছিল করে বিজেপি। তাদের অভিযোগ, বুধবার রাতে আরামবাগের রায়পুরে দলের পতাকা ছেঁড়া হয়েছে। বোমাবাজির অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য সেইঅভিযোগ অস্বীকার করেছে।