নির্বাচনের মুখে বহিষ্কৃত তৃণমূল প্রধান

হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া পঞ্চায়েতের প্রধানকে দল তেকে বহিষ্কার করল তৃণমূল। পঞ্চায়েতটি জগৎবল্লভপুর ব্লকে হলেও পাঁচলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০২:৩৪
Share:

হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া পঞ্চায়েতের প্রধানকে দল তেকে বহিষ্কার করল তৃণমূল। পঞ্চায়েতটি জগৎবল্লভপুর ব্লকে হলেও পাঁচলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। গত শনিবার পাঁচলার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী গুলশন মল্লিকের সমর্থনে পোলগুস্তিয়ায় সভা ছিল। ওই সভা থেকেই হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দলবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে পোলগুস্তিয়া পঞ্চায়েতের প্রধান নয়নতারা শেখকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন।

Advertisement

নয়নতারা গুলশনের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। মাসখানেক আগে গুলশনকে প্রার্থী করা যাবে না এই দাবিতে পোলগুস্তিয়ায় এক দল তৃণমূল কর্মী-সমর্থক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিধায়কের গোষ্ঠীর অভিযোগ, ওই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন নয়নতারা শেখ। তার জেরেই নয়নতারাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অনুমান। এ বিষয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও দলের ঘনিষ্ঠ মহলে নয়নতারার প্রশ্ন, তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত একজন সাংসদ কী ভাবে নিতে পারেন? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দলের জেলা সভাপতির।

জেলা তৃণমূল সভাপতি (সদর) অরূপ রায় বলেন, ‘‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’’ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, ‘‘মিটিংয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement