ভিড় ট্রেন থেকে পড়ে জখম দুই

রেলপুলিশ সূত্রের খবর, নন্দগোপালবাবু ও উপেন্দ্রবাবুর বাড়িতে খবর পাঠানো হয়েছে। দু’জনেরই মাথায় আঘাত লেগেছে। নন্দগোপালবাবুর বাড়ি রিষড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০১:৫৬
Share:

প্রতীকী ছবি।

বিপজ্জনক ভাবে ভিড়ে ঠাসা ট্রেনের দরজায় ঝুলে যাওয়ার সময়ে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন দুই যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, বালি স্টেশনে।

Advertisement

রেলপুলিশ সূত্রের খবর, আহত দুই যাত্রীর নাম নন্দগোপাল সাউ এবং উপেন্দ্র দুবে। তাঁদেরকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বয়স ৪৫-৫০ এর মধ্যে। রাত পৌনে ৮টা নাগাদ বালি স্টেশন থেকে একটি আপ ট্রেনে উঠেছিলেন দু’জন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ট্রেনটিতে প্রচণ্ড ভিড় ছিল। তা সত্ত্বেও নন্দগোপালবাবু ও উপেন্দ্রবাবু ঝুঁকি নিয়ে উঠেছিলেন। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ২০ ফুট দূরে বালি স্টেশনের কেবিনের সামনে যেতেই কোনও ভাবে হাত ফস্কে ওই দু’জনে পড়ে যান। প্ল্যাটফর্মে কর্তব্যরত বেলুড় জিআরপি এবং বালি আরপিএফের কর্মীরা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

রেলপুলিশ সূত্রের খবর, নন্দগোপালবাবু ও উপেন্দ্রবাবুর বাড়িতে খবর পাঠানো হয়েছে। দু’জনেরই মাথায় আঘাত লেগেছে। নন্দগোপালবাবুর বাড়ি রিষড়ায়। উপেন্দ্রবাবু ভদ্রেশ্বরের বাসিন্দা। তদন্তকারীরা জানিয়েছেন, সবে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোয় ট্রেনটির গতি খুব বেশি ছিল না। তাই ওই দুই ব্যক্তি পড়ে গিয়ে শুধু আঘাত পেয়েছেন। তবে ট্রেনটির গতি বেশি থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন