আবর্জনার মধ্যে ব্যাগভর্তি ভোটার কার্ড, তদন্তে পুলিশ

এ দিন উত্তরপাড়া-কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে জঞ্জাল সাফাই করছিলেন পুরকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০১:৩২
Share:

উদ্ধার: জঞ্জালের স্তূপ থেকে মিলেছে এই কার্ডগুলি। নিজস্ব চিত্র

আবর্জনার মধ্যে ব্যাগভর্তি সচিত্র পরিচয়পত্র! তা দেখে সোমবার দুপুরে শোরগোল পড়েছিল হিন্দমোটরের রবীন্দ্রনগরে। পুলিশ পরিচয়পত্রগুলি বাজেয়াপ্ত করেছে। সেগুলি আসল না নকল, কী করে ওখানে গেল— তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন উত্তরপাড়া-কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে জঞ্জাল সাফাই করছিলেন পুরকর্মীরা। তখনই আবর্জনার মধ্যে পড়ে থাকা কিছু সচিত্র পরিচয়পত্র দেখতে পান তাঁরা। পাশে পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে ওই রকম কয়েকশো পরিচয়পত্র। বিষয়টি তাঁরা পুরসভাকে জানান। পুরপ্রধান দিলীপ যাদবের মধ্যস্থতায় পরিচয়পত্রগুলি পুরভবনে আনা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরপ্রধান জানান, প্রায় আড়াইশো পরিচয়পত্র ছিল।

পুলিশ জানিয়েছে, ওই ব্যাগে উত্তরপাড়া, হিন্দমোটর এবং কোন্নগর এলাকার নাগরিকদের পরিচয়পত্র মিলেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘উদ্ধার হওয়া পরিচয়পত্রের ব্যক্তিদের নাম ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিচয়পত্রগুলি আসল না নকল, সেটা বের করাই আমাদের প্রাথমিক কাজ। সেগুলি মহকুমাশাসকের দফতরে পাঠানো হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement