Zubeen Garg Death Update

মৃত্যুর সময় গায়ক জ়ুবিন কোভিড আক্রান্ত ছিলেন? এমনই ইঙ্গিত রাইজর দলপ্রধান অখিল গগৈয়ের

প্রয়াত গায়কের মৃত্যুতদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাইজর দলপ্রধান। তাঁর অভিযোগ, “তদন্তদলের উচিত ছিল অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩১
Share:

রাজনীতিবিদ অখিল গগৈ জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুকে নতুন করে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিলেন রাইজর দলপ্রধান অখিল গগৈ। মৃত্যুর সময় গায়ক কোভিড আক্রান্ত ছিলেন, এমনই দাবি তাঁর। এ প্রসঙ্গে তিনি প্রয়াত গায়কের স্ত্রী গরিমা গার্গ শইকীয়ার জমা দেওয়া একটি নথির কথা উল্লেখ করেছেন।

Advertisement

শুধু এটুকুই নয়। গায়কের মৃত্যুতদন্তের জন্যে যে বিশেষ দল গঠিত হয়েছে, তাদের কাজে রাইজর দলপ্রধান আরও অসঙ্গতি খুঁজে পেয়েছেন। তাঁর অভিযোগ, “তদন্তদলের উচিত ছিল অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা। তদন্তকারী আধিকারিকেরা অপরাধস্থলটি সঠিক ভাবে পুনর্নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন।”

অসমের রাজনীতিবিদ এই তদন্ত পদ্ধতির সমালোচনা করে বলেন, “অভিযোগপত্র অনুযায়ী এসআইটি ঘটনাস্থল থেকে মাত্র দু’টি প্রমাণ সংগ্রহ করেছে। এক, সিঙ্গাপুরের ৫০০ মিলিলিটারের একটি প্রাকৃতিক খনিজ জলের বোতল। দুই, ঘটনাস্থলের একটি ভিডিয়ো।” তাঁর মতে, আধিকারিকদের উচিত ছিল, ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা। তদন্তকারী দল শুধু একটি ভিডিয়োকেই প্রাধান্য দিয়েছে বলে অভিযোগ রাজনীতিকের।

Advertisement

এই প্রসঙ্গেই অখিল উল্লেখ করেন গায়কের অসুস্থতার কথা। মনে করিয়ে দেন, জ়ুবিনের স্ত্রী পুলিশকে সিঙ্গাপুরের স্বাস্থ্য দফরের একটি নথি জমা দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রয়াত গায়ক কোভিডে আক্রান্ত ছিলেন। তদন্তের গতিপ্রকৃতি এবং স্বচ্ছতা প্রসঙ্গে অখিলের করা অভিযোগগুলি স্বাভাবিক ভাবেই তদন্তকারী দলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে তার দাবি আরও জোরালো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement