বিধায়ক তহবিলের টাকায় জলের গাড়ি

হরিনাম সংকীর্তনের আসরে বিধায়কের নাম লেখা জলের গাড়ি! অ্যাম্বুল্যান্সের গায়ে জ্বলজ্বল করছে বিধায়কের নাম— এমনটা হামেশাই দেখা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০১:১৬
Share:

জল-গাড়ি: উলুবেড়িয়ায়। ছবি: সুব্রত জানা

হরিনাম সংকীর্তনের আসরে বিধায়কের নাম লেখা জলের গাড়ি!

Advertisement

অ্যাম্বুল্যান্সের গায়ে জ্বলজ্বল করছে বিধায়কের নাম— এমনটা হামেশাই দেখা যায়। কিন্তু শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধূলাশিমলায় শনিবার হরিনাম সংকীর্তনের আসরে বিধায়কের নাম লেখা জলের গাড়ি দেখে চমকেছেন অনেকেই।

প্রশাসন সূত্রে খবর, নিজের বিধায়ক তহবিলের টাকায় পানীয় জলের গাড়িটির ব্যবস্থা করে দিয়েছেন ওই এলাকার তৃণমূল বিধায়ক পুলক রায়ই। খরচ হয়েছে ৫ লক্ষ ৬৩ হাজার টাকা। ১২০০ লিটার জল ধরবে গাড়ির ট্যাঙ্কে। শনিবার, বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই যাত্রা শুরু করেছে গাড়িটি। যে সব জায়গায় পানীয় জলের সঙ্কট হবে, সেখানে তো বটেই, নানা অনুষ্ঠানেও গাড়িটি জলের জোগান দেবে।

Advertisement

বিধায়ক বলেন, ‘‘আমার বিধানসভা এলাকা পঞ্চায়েতের অধীন হওয়ায় এখানে পুরসভার মতো গাড়িতে করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেই। বিভিন্ন অনুষ্ঠানে পানীয় জলের অভাব কতটা প্রকট, তা আমি জানি। ঠিক করি বিধায়ক তহবিলের টাকায় পানীয় জলের গাড়ি বের করব। এটা পরীক্ষামূলক ভাবে করলাম। সফল হলে আরও গাড়ির ব্যবস্থা করব।’’

গাড়িটি উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতিকে দিয়েছেন বিধায়ক। সমিতির কার্যালয়েই গাড়িটি থাকবে। পুরসভা থেকে পরিস্রুত পানীয় জল নিতে সমিতি কার্যালয়েই আলাদা জলের লাইন করা হয়েছে। সেখান থেকে জল ভরা হবে গাড়িতে। সমিতির সভাপতি মানস মণ্ডল জানান, জল দেওয়া হবে বিনামূল্যে। শুধুমাত্র গাড়ির জ্বালানি খরচ দিলেই চলবে। বুকিং করতে হবে পঞ্চায়েত সমিতির অফিস থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement