Singur

‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি পার্ক নিয়ে মিথ্যে বলছেন মমতা’, সিঙ্গুরে দাঁড়িয়ে কটাক্ষ সাংসদ লকেটের

কিসান নিধি প্রকল্প নিয়ে বৃহস্পতিবার সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুটা সেই সুরেই লকেট বলেন, ‘‘সিঙ্গুরে কৃষি হল না, শিল্পও হল না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৬:২৭
Share:

শুক্রবার সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুরে কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শুনতে উপস্থিত ছিলেন লকেট। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি পার্কের কথা ঘোষণা করেছেন। তা নিয়ে সেদিনই তোপ দেগেছিলেন মুকুল রায়। এ বার হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় আক্রমণ করলেন রাজ্য সরকারকে। শুক্রবার সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুরে কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শুনতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে লকেট বলেন, ‘‘সিঙ্গুরে কোনও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি পার্ক হবে না। মিথ্যা কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর কোথাও আ্যাগ্রো-ইন্ডাস্ট্রি পার্ক গড়ে সরকার টেকাতে পারবেন না তিনি।

Advertisement

সিঙ্গুর আন্দোলনের প্রধান মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এনে লকেট বলেন, ‘‘শিল্পের ভিত্তি কবেই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কিসের শিল্প দেখাচ্ছেন উনি। আমরা চাই সিঙ্গুরের শিল্প হোক।’’

কিসান নিধি প্রকল্প নিয়ে বৃহস্পতিবার সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুটা সেই সুরেই লকেট বলেন, ‘‘সিঙ্গুরে কৃষি হল না, শিল্পও হল না। কৃষকদের অন্ন জোগাতে পারেননি মমতা। আত্মহত্যা করেছেন কৃষকরা। তার বদলে এখন উনি পার্ক করছেন। এরকম করে মানুষকে খুশি করতে পারবেন না উনি। বাংলার মানুষ বিজেপির পাশে রয়েছে।’’

Advertisement

লকেটের পাশাপাশি, বালিতে এই ইস্যুতে মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘সিঙ্গুরে শিল্প হবে শুনলে এখন ঘোড়াতেও হাসবে। দিদিমণির হাত ধরে শিল্প আসবে না রাজ্যে। উনি খেলা, মেলা, আর পুজো উদ্বোধন করবেন, শিল্পের উদ্বোধন করতে তাঁকে কখনই দেখা যাবে না।’’

আরও পড়ুন: শীতের আমেজে বড়দিন জমজমাট, কনকনে দার্জিলিঙে ভিড় পর্যটকদের

আরও পড়ুন: শনিবার কলকাতায় শুভেন্দু, নবাগতদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন