বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পান্ডুয়ায়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার বেরেলা-কোচমালি পঞ্চায়েতের আবাদপাড়ায়। মৃতের নাম শ্যামউদ্দিন মল্লিক (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ শ্যামউদ্দিন গ্রামেরই পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তাঁর পা জড়িয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:১১
Share:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার বেরেলা-কোচমালি পঞ্চায়েতের আবাদপাড়ায়। মৃতের নাম শ্যামউদ্দিন মল্লিক (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ শ্যামউদ্দিন গ্রামেরই পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তাঁর পা জড়িয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement