যুবক ‘খুন’, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর

এক যুবকের দেহ উদ্ধারের পরে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। ঘটনাটি চুঁচুড়ার কপিডাঙার। পুলিশ জানায়, নিহতের নাম দেবাশিস মণ্ডল (২৮)। খুনের অভিযোগে নিহতের তিন বন্ধু সোনু বাগ, শুভঙ্কর ধর এবং অমিত সিংহকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৩২
Share:

দেবাশিস মণ্ডল

এক যুবকের দেহ উদ্ধারের পরে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। ঘটনাটি চুঁচুড়ার কপিডাঙার। পুলিশ জানায়, নিহতের নাম দেবাশিস মণ্ডল (২৮)। খুনের অভিযোগে নিহতের তিন বন্ধু সোনু বাগ, শুভঙ্কর ধর এবং অমিত সিংহকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কপিডাঙার বাসিন্দা দেবাশিস ওরফে ছোটন রঙের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় পড়শি দুই বন্ধু সোনু ও শুভঙ্করের সঙ্গে মোটরবাইকে করে ডানকুনির কাছে একটি হোটেলে তিনি খেতে গিয়েছিলেন। রাত ১০টা বেজে গেলেও দেবাশিস ঘরে ফেরেননি। তখন পরিবারের সদস্যরা তাঁর ফোনে যোগাযোগ করেন। কিন্তু ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই বাসিন্দারাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১২টা নাগাদ হঠাৎই দেবাশিসের শাশুড়ি রূপা বাগ বাড়িতে ফোনে জানান, কপিডাঙা এলাকায় একটি মৃতদেহ পড়ে আছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুড়া হাসপাতালে পাঠায়।

মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশের অনুমান, কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। মৃতের মাথায়, হাতে-পায়ে আঘাতের চিহ্ণ আছে। কিন্তু দেবাশিসের মা উন্নতি মণ্ডলের প্রশ্ন, ‘‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে ফেলে দেওয়া হয়েছে। ডানকুনির কাছে যদি দুর্ঘটনা ঘটে থাকে, তা হলে মৃতদেহ বাইকে করে এতদূরে নিয়ে এল কী করে?’’ তিনি বলেন, ‘‘যারা ছেলেকে মেরেছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।’’

Advertisement

দেহ উদ্ধারের পরেই মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। রবিবার সকাল হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সব দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন