অসমাপ্ত রাস্তা ও নিকাশি নালা, ভোগান্তি পুরবাসীর

দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। সেই কাজও শুরু করেছিল পুরসভা। কিন্তু সেটাই এখন পুর এলাকার বাসিন্দাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার পাশাপাশি নিকাশি নালা তৈরির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে তিন মাস ধরে। ফলে নিত্য চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে উলুবেড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩০
Share:

খোলা নিকাশি নালায় প্রায়ই ধটছে দুর্ঘটনা।--নিজস্ব চিত্র।

দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। সেই কাজও শুরু করেছিল পুরসভা। কিন্তু সেটাই এখন পুর এলাকার বাসিন্দাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার পাশাপাশি নিকাশি নালা তৈরির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে তিন মাস ধরে। ফলে নিত্য চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে উলুবেড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।

Advertisement

মাস চারেক আগে ওই ওয়ার্ডের জগন্নাথপুর ফেরিঘাট থেকে টাইগার ক্লাব পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি অংশে ওই কাজ শুরু হয়েছিল। নিকাশি নালার দু’পাশে ইটের গাঁথনির কাজ শেষ হয়েছে। কিন্তু তার উপর কংক্রিটের ঢাকার কোনও ব্যবস্থা করা হয়নি। নিকাশি নালায় জমে থাকা জলে মশা-মাছির উপদ্রবে জীবন অতিষ্ঠ হওয়ার জোগাড় বলে এলাকার মানুষের অভিযোগ। শুধু তাই নয়, নিকাশি নালার খোলা মুখের কারণে চলাফেরা করতে গিয়ে অনেকে দুর্ঘটনায় পড়ছেন বলেও নিত্য অভিযোগ উঠছে। পুরসভার বর্তমান প্রশাসক উলুবেড়িয়ার মহকুমাশাসক নিখিল নির্মল বলেন, “এমন কোনও সমস্যার কথা জানা নেই। তবে বাসিন্দাদের অসুবিধার অভিযোগ যখন উঠেছে তখন অবশ্যই তা খোঁজ নিয়ে দেখা হবে।”

এ দিকে নিকাশি নালা ও রাস্তার এ হেন দশায় পুরসভার প্রাক্তন কাউন্সিলার শিপ্রা অধিকারীকেই দায়ী করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরবোর্ড ভেঙে যাওয়ার আগে পর্যন্ত শিপ্রাদেবী ঠিকমতো বিষয়টির তদারকি করলে এমন সমস্যা হত না। যদিও প্রাক্তন কাউন্সিলারের দাবি, ওই এলাকার রাস্তা ও নিকাশি নালার কাজ দ্রুত শেষ হয়ে যাবে। তাঁর বক্তব্য, বর্ষার জন্যই কাজ আটকে গিয়েছিল।

Advertisement

অন্যদিকে, ওই কাজের ভারপ্রাপ্ত সংশ্লিষ্ট ঠিকাদার জানিয়েছেন, তাঁকে যে কাজ করতে বলা হয়েছিল। সেটুকুই করেছেন। বাকি অংশের কাজের জন্য কোনও ওয়ার্কঅর্ডার নেই। তাই আর কাজ হয়নি।

জগন্নাথপুর ফেরিঘাট থেকে টাইগার ক্লাব পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। অধিকারী পাড়া-সহ বেশ কয়েকটি পাড়ার মানুষজন ওই রাস্তায় যাতায়াত করেন। এ ছড়া ওই রাস্তা দিয়েই ফুলেশ্বর স্টেশনে যান বহু মানুষ। যাতায়াত করে স্কল-কলেজের ছেলেমেয়েরা। কিন্তু দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা খুবই শোচনীয়। সম্প্রতি পুরকর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারে উদ্যোগী হয়। কাজও শুরু হয়। কিন্তু ্ধিকারী পাড়ার কাছে ৬০ ফুট অংশে রাস্তা ও নিকাশি নালার কাজ বাকি থেকে যায়। খোলা নিকাশি নালার জন্য ভোগান্তি বেড়েছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সনকা দেশমুখ বলেন, “বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। কোনও কারণে খেলতে গিয়ে নালায় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া রাস্তার মাঝে নিকাশি নালা করার জন্য যাতায়াতেও খুব সমস্যা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন