আমতা কলেজে সংস্কৃত নাটক, নৃত্যের অনুষ্ঠান

সংস্কৃত ভাষায় চলছে গান। তার তালে নৃত্য। মঙ্গলবার দুপুরে আমতা রামসদয় কলেজের পড়ুয়ারা সাক্ষী রইলেন এমনই বিরল মুর্হূতের। ‘সংস্কৃত সপ্তাহ’ পালন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজের সংস্কৃত বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৫
Share:

—নিজস্ব চিত্র।

সংস্কৃত ভাষায় চলছে গান। তার তালে নৃত্য। মঙ্গলবার দুপুরে আমতা রামসদয় কলেজের পড়ুয়ারা সাক্ষী রইলেন এমনই বিরল মুর্হূতের। ‘সংস্কৃত সপ্তাহ’ পালন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজের সংস্কৃত বিভাগ।

Advertisement

প্রাচীন ভারতে ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম সংস্কৃত ভাষাকে একবিংশ শতকে এসে অনেকেই নানা সময়ে ‘মৃত’ বলে দাবি করেছেন। অনেকে আবার বলেন, এই ভাষা এখন শুধুই পুজোপাঠে কাজে লাগে। সেই ভাবনায় বদল আনতেই ২৬ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ‘সংস্কৃত সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সিবিএসসি)। এই বোর্ডের অন্তর্গত সমস্ত স্কুলেই সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার দুপুরে কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান চৈতালি কাঞ্জিলাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা কাকলি ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে মনোগ্রাহী হয়ে ওঠে বেদমন্ত্র পাঠ, সংস্কৃত ভাষায় গান এবং সেই গানের সঙ্গে ভরত নাট্যমের সঙ্গত। ছাত্রছাত্রীরা ‘অভিজ্ঞান শকুন্তলম্’ নাটকের চতুর্থ অঙ্ক পরিবেশন করেন। ছিল বর্তমান সময়ে সংস্কৃত ভাষার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা। কাকলী দেবী বলেন, ‘‘সংস্কৃত ভারতের প্রাচীন ভাষা। এর ঐশ্বর্য অতুলনীয়। ব্যবহার কমে গেলেও এই ভাষার গভীরতা কোনওদিন কমবে না।’’

চৈতালিদেবীর কথায়, ‘‘সংস্কৃত ভাষার অনুরাগীদের কাছে প্রতিটি দিনই সংস্কৃত দিবস। তবু বিশেষ দিন হিসেবে এই দিনটি বেছে নেওয়া হয়েছে। আমাদের কাছে অনুষ্ঠান করার জন্য কোনও নির্দেশিকা না থাকলেও এই ভাষাকে ভালোবেসেই আজকের অনুষ্ঠানের আয়োজন।’’-

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement